এবার তবে বিদায়!
লিখেছেন লিখেছেন জোছনার আলো ১৮ জুলাই, ২০১৪, ০৭:৩৬:১৭ সন্ধ্যা
এখন তবে বিদায়।
মহাকালের স্রোতে হারিয়ে যাবার ডাক এসেছে ,
নীড়ের পাখিরা নীড়ে ফিরেছে,
গোধুলীর আলো বিলীন হয়েছে,
এবার তবে বিদায়।
থেকে যাবো?
তা কি করে হয়!
যেতে না চাইলেই কি, থেকে যাওয়া যায়?
সময়ের স্রোতে কত খড়-কুটো বিলীন হয়।
সব কি আর স্থায়ী রয়?
হিসেবের খাতা?
লেন-দেন তো সব হয়ে এলো শেষ,
জীবন তো কেটেই গেলো বেশ,
সন্ধ্যার ক্ষীণ আলোর আছে কিছু রেশ।
বন্ধ হবে বুঝি চোখের পাতা!
বিষয়-আশয়?
সবই দিয়ে যাচ্ছি পৃথীর তরে
যা কিছু জমিয়ে ছিলাম থরে থরে
থাকলো আজ সবই এখানে পরে
জীবনের হলো শুধু ক্ষয়।
এবার তবে বিদায়।
কথা দিয়ে এসে ছিলাম অন্তঃযামীর কাছে,
ছিড়ে ফেলে সব মায়াজাল মিছে,
আবার ফিরে যাবো তারই কাছে।
বিদায়!
এবার তবে বিদায়।
বিষয়: বিবিধ
১৪৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন