মেহেদী রাঙ্গা হাত কিংবা রিনিক-ঝিনিক চুড়ি
লিখেছেন লিখেছেন জোছনার আলো ০৮ জানুয়ারি, ২০১৪, ০৫:১৩:৪২ বিকাল
বিয়ে নিয়ে হৈ হৈ রৈ রৈ কান্ড চলছে এখন ব্লগ জুড়ে।সবাই ব্যস্ত। বরের বাসার লোকেরা ব্যস্ত বর কে সাজাতে। কেউ গিয়েছে গাড়ি সাজাতে, কেউ গিয়েছে শেরোয়ানী আনতে।মুরুব্বিরা ব্যস্ত মেহমানদের লিষ্ট বানাতে। বর এ ঘর থেকে ও ঘরে ছুটছে এটা ওটা করার জন্য।টাইম পাস আর কি। কণের বাড়ি কখন যাবে সেই সময় আসছেই না।
ঐ দিকে কণের বাড়িতে হাঙ্গামা বেশি, গেইট ধরতে নতুন জামাই এর কাছ থেকে কত নিবে,হাত ধোয়াতে কত নিবে এসব হসেব করতে করতে সাজুগুজু করার সময় পেরিয়ে যেচ্ছে কণের ছোট বোনদের। মা চাচীরা ব্যস্ত বরের আপ্যায়নের জন্য আয়োজনের কাজে। বাবা বাজারে গিয়েছে বিয়ের জিনিষ পত্র কিনে আনতে।
কণের বান্ধবীরা ব্যস্ত বরের শরবত বানাতে। শুধু কণে একা বসে আছে। হাতে মেহেদী পড়াবে কে?আর চুড়ি গুলো-ই বা কই? এক মাত্র আমি-ই আজাইরা বসে আছি। তাই তো আমি কিছু মেহেদী ডিজাইন আর আমার প্রিয় রিনিক-ঝিনিক রেশমী চুড়ি নিয়ে!
রিনিক-ঝিনিক চুড়ি
আজ এ পর্যন্তই থাক।যার যেটা পছন্দ হয় নিয়ে নিন, আর রাঙ্গিয়ে নিন হাত~
বিষয়: বিবিধ
১০৯১৫ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বিতীয় ছবির মেহেদীর রং তুলি আমার ভাল লেগেছে।
আর ভাবীর জন্য রেসমী চুড়ি নিতে পারেন লাল,নীল আর কমলা রঙ মিলিয়ে! মানাবে ভালো
চুরির ছবি গুলো অনেক সুন্দর
তিনি আবারএকজন এক্সপার্ট মেহেদী লাগিকা এবং চুড়ি পরিকা।
আমার প্রথমটা লাগাতে ভাল লাগে, কিন্তু সময় হয়না। আর দ্বিতীয়টা ভালই লাগেনা।
আহারেহ!
এবার,
বাড়িয়ে দিলুম
চমত্কার
প্রতিটি ছবিই নজরকাড়া।
মেহেদী আমি দিতে পারি না বলে দেইনা কত বছর ধরে।
আর চুড়ি তাও শখ করে পড়া হয় না।
অন্যের হাতে দেখতে ভাল লাগে।
দারুন পোষ্ট..
মন্তব্য করতে লগইন করুন