সে এসেছিলো চুপি চুপি ............
লিখেছেন লিখেছেন জোছনার আলো ০৭ জানুয়ারি, ২০১৪, ০৬:২১:৪৫ সন্ধ্যা
শীতের রাতে লেপ মুড়ি দিয়ে একবার ঘুমুতে পারলে আর উঠতে ইচ্ছে করে না যতক্ষণ পর্যন্ত না সুর্য্যের দেখা মিলে। তখনো সুবেহ সাদিকের আলো ফুটে উঠে নি। তাই ঐ সময়ে ওঠার তো প্রশ্নই আসে না। বাইরে যেনো কিসের শব্দ হলো। বিছানায় শুয়ে শুয়েই মা,ভাইয়া আর ভাবীর কন্ঠ শুনতে পারছি।কিন্তু এতো আরামের বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিলো না। কিন্তু মা যেভাবে ডাকা ডাকি শুরু করলো যে উঠতেই হলো। মা রুমে এসে বললো, 'তোর মোবাইল কই দেখ তো'!
-কেনো?
-বাসায় চোর এসেছিলো।
-ধুর কি বলো? স্বপ্ন দেখছ?
এখানে বলে রাখি মা মাঝে মাঝে অদ্ভুদ স্বপ্ন দেখে আমাকে জাগিয়ে তোলে। একবার দেখেছিলো আমি পুকুরে পানিতে পরে মারা গিয়েছি। মা কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে।মাঝ রাতে জেগে গিয়ে আমার রুমে হাজির। এই ঢাকা শহরে পুকুর আসবে কথা থেকে? ছোট বেলায় অবশ্য একবার পুকুরে পরে গিয়েছিলাম।এখন তো ঐ ঘটনা অতীত! তাই না?
আবার স্বপ্ন দেখেছিলো ছোট ভাইয়া দোলনা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।ভাইয়ার মতো এত বড় ছেলে দোলনার দোল খাবে কোন দুঃখে/সুখে? এই ঘটনাও ভাইয়ার সাথে ছোট বেলাতেই ঘটেছিলো ।
মায়ের এসব অদ্ভুত স্বপ্ন্বে কারন হলো আমাদের প্রতি অগাধ ভালোবাসা মিশ্রিত দুঃশ্চিন্তার ফল।
তবে মোবাইল চুরিটা অতীতে ঘটেনি।আর চার তলার উপরে চোর আসবে কথা থেকে? নাইট গার্ড তো পাহারা দেয় সারা রাত। তাই ভাবলাম স্বপ্ন।
মা বললো, 'আরে নাহ স্বপ্ন না।তুই দেখ আগে ।
মায়ের কথা শুনে দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলে তাকালাম। নাহ মোবাইলটা সুস্থ-ই আছে। আসল ঘটনা ঘটেছে বড় ভাইয়ার ঘরে।ব্যলকনীর গ্রীল ভেঙ্গে চোর ঢুকেছিলো ঘরে। ভাবির মোবাইল আর ভাইয়ার মোবাইলটা বালিশের নিচে ঘুমুচ্ছিলো আরামে। ওদের দু'জনকেই নিয়ে গিয়েছে চোর। আমার বিয়ের আগে যে মোবাই সেটটা ছিলো ওটা ভাইয়ার রুমে ভুলে ছেড়ে এসেছিলাম সন্ধ্যায়।ওটাও উধাও।
তার আগের দিন বিকেলে ইমন আমার জন্য এক জোড়া রুপার পায়েল পাঠিয়ে দিয়েছিলো।যা ভাবীকে দেখাতে গিয়ে রেখে দিয়েছিলাম ভাবীর রুমেই।ভাগ্যিস ওটা চোর সাহেবের নজরে পড়েনি। ড্রয়ারে ভাইয়ার টাকা ছিলো, ভাবির গয়না ছিলো।চাবিটা একদম হাতের কাছেই ছিলো।চোর ওগুলো ছুয়েও দেখেনি। বাসার আর কি কি লুট হয়েছে তা খুজতে গিয়ে দেখি ...........
ভাবীর লোশনের কৌটা নেই। নেই ইলমা মণির জনসন বেবী লোশনটাও। চোর নিয়ে গিয়েছে। ঐগুলো কেনো নিয়ে গিয়েছে বুঝলাম না। তবে আমার বিবাহের পূর্বে ব্যবহিত মোবাইলতার জন্য কষ্ট পাইছি খুব। ছোট ভাইয়া গিফট করেছিলো আমার বার্থ ডে তে।
তবে চোর কখনো লোসন চুরি করে তা জানতাম না। কেন ওগুলো চুড়ি করলো? চোর কি ওর বউ এর জন্য নিয়ে গেলো নাকি? বুঝলাম না, কেমনে কি?
বিষয়: বিবিধ
২১৩৪ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাববেন না যে খেতে দেয় নি, আসলে খেতে পারিনি টেনশনে
এই নিন আপনি সহ সবার জন্য নিয়ে এলাম আমাদের বিক্রম্পুরের মিষ্টি ,
বিয়ের খবর জানতে পারলে ব্লগে তোলপাড় করে ফেলতাম না?..এখন বাসী হয়ে গেছে তাই আর কিছু করার নাই......শুধু আমাদের দোয়া থাকবে। আল্লাহ আপনাদেরকে ভাল রাখুন।
যাক খুব বেশি ক্ষতি হয়নি এটাই সান্ত্বনা। বিশেষ করে পায়েল নিয়ে গেলো তো আমাদের জোসনা মণির মুখ মেঘে ঢাকা পড়ে যেত। আমি তাই এতেই খুশি।
"ভাবীর লোশনের কৌটা নেই। নেই ইলমা মণির জনসন বেবী লোশনটাও। চোর নিয়ে গিয়েছে। ঐগুলো কেনো নিয়ে গিয়েছে বুঝলাম না"
আমারো প্রথম মোবাইলটা তিনতালা থেকে চোর নিয়ে গিয়েছিল।
'ইয়ে' তো মোবাইল কিনে দিয়েছে।তবুও ছোট ভাইয়ার দেয়া গিফট, ভুলতে পারছি না।
আর আপনি তো দারুন কাজ করেছেন আপু!
সেই চুরি তোমরা কেউ ভেবে দেখনি
ছিচকে চোর নিয়ে গেল লোশন হাবিজাবি
তা নিয়ে শব্দ দূষণ লংকাকান্ড সবই
অল্পের উপর দিয়ে গেছে।
এরপর সাবধান থাকলে আর কিছু নিতে পারবেনা
সাবধান মানে!ফুল সাবধানে আছি এখন!
আমি নামাজ পড়ে এসে সুবহে সাদিকের পড়ে সূর্য উঠলে মাঝে মাঝে ঘুমাই।
মন্তব্য করতে লগইন করুন