Good Luck হৃদয়ের টানে....

লিখেছেন লিখেছেন জোছনার আলো ২৩ নভেম্বর, ২০১৩, ০৪:০৭:৪০ বিকাল



মানুষের জীবনটা যেনো বড় অদ্ভুত। সৃষ্টিকর্তার নির্দেশে জীবন বয়ে চলছে বহতা নদীর মতন।কখনো ছলাৎ ছলাৎ ঢেউ এর মতো ছন্দে ছন্দে।আবার কখনো বা উজান-ভাটির টানা-পোড়নে.......

বেশ কিছু দিন থেকেই ভাবছিলাম ব্লগে আবার লিখা লিখি শুরু করবো।কিন্তু সময় আর হয়ে উঠছিলো না। ক্লাশ করতে করতে আর পরীক্ষা দিতে দিতে জান শেষ! এর মাঝে আবার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়ে গিয়েছে।

সেদিন ছোট ভাইয়া প্রশ্ন করলো, 'তুমি ব্লগে লিখো না কেন?'

প্রশ্ন শুনে আমি তো অবাক।ভাইয়া যে আমার লিখা পড়ে তা তো আমি জানতাম -ই না। যাই হোক,ভাইয়া বললো, 'মাঝে মাঝে লিখবে।ঠিক আছে?'

আমি বললাম, 'হুম' ।

গল্প-কবিতা লিখা হয় না অনেক দিন হলো। সময়-ই পাই না।আগের মত লিখার তাগিদ ও নেই।

কত্তো দিন হয়ে গেলো......... পড়িনি ফাতিমা আপু, আরু আপি, রোজা আপ্পি, শুকনো পাতা আপি, রেহনুমা আপি, গন্ধসুধা আপি, রোদের আলো,রুবাইয়া, পেন্সিল, ভিশু ভাইয়া,বাক প্রবাশ ভাইয়া ,সিটিজি৪বিডি ভাইয়া, আরো কত্ত পরিচিত ভাইয়া/আপুদের ব্লগ! কত্তো দিন হয়ে গেলো কমেন্টস করি নি, কুশল জিজ্ঞেস করিনি,আড্ডা দেয়া হয় নি।মজার মজার দুষ্টুমি করা হয় নি।

যাইহোক, আমি আবার ফিরে এলাম। মনে টানে,প্রানের তাগিদে। আমার সব প্রিয় আপু ভাইয়াদের মাঝে জোছনার আলো হয়ে।

বিষয়: বিবিধ

২০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File