বিজ্ঞাপনে নারীর বুক... Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন শয়তান ১৫ জানুয়ারি, ২০১৩, ০৯:৩৯:৫৪ রাত



আজকের দৈনিক আমার দেশের প্রথম পেইজে ৫কলাম জুড়ে গ্রামীন ফোনের একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে।‌'চলো বহুদুর' স্লোগানের এই বিজ্ঞাপনটিতে একটি মেয়ে দুই হাত মেলে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে এটা কি গ্রামীন ফোনের বিজ্ঞাপন নাকি নারীর বুকের সাইজের বিজ্ঞাপন তা প্রশ্ন এসেই যেতে পারে।



শুধু গ্রামীন ফোনের এই বিজ্ঞাপনটা না।আড়ং দুধের বিজ্ঞাপনটা দেখলে যে কারোই মনে হতে পারে ইহা কি আড়ং দুধের বিজ্ঞাপন খাওয়ার আহবান নাকি মডেলের বুকের দুধ খাওয়ার আহবান?

মোবাইল,দুধ,এমনকি শেভিং ক্রিমেও নারীকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় শেভিং ক্রিম পুরুষের মুখে না নারীর বুকে লাগাতে হয়।

আগেরকার বিজ্ঞাপনগুলো এতটাই চমৎকার ছিল যে মানুষের মুখে মুখে দিনের পর দিন ঘুরে বেড়াত।বিজ্ঞাপনে আর্ট ছিল।ছিল শালীনতা,ছিল পন্যকে যথাযথ উপস্থাপন।আর এখন বিজ্ঞাপন মানেই নারীর শরীরকে বিভিন্ন এঙ্গেল থেকে উপস্থাপন!বাচ্চারাও যৌন সুড়সুড়ি দেওয়া বিজ্ঞাপনগুলো গিলছে।

জয় বাবা ভোলানাথ!

ফেবু থেকে

বিষয়: বিবিধ

৫৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File