এক অহংকারী ব্যক্তির নাম মাহমুদুর রহমানঃ প্রমান দেখুন
লিখেছেন লিখেছেন শয়তান ১৩ জানুয়ারি, ২০১৩, ১১:১৯:৩৭ রাত
দৈনিক মামার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একজন বদমেজাজী ও
রগচটা লোক। তার এই আচরনের জন্য জীবনে সব কোম্পানী থেকে বিতাড়িত হয়েছেন।
কোন যায়গায় ঠিকতে পারেননি। তিনি কত অহ ংকারী তার প্রমাণ দেখুন আজকের সাক্ষাতকারে,
আমার বয়স ৫৯। মোটামুটি সফল পেশাজীবী জীবন কাটিয়েছি। আমার শত্রুরাও তা স্বীকার করবেন। দেশের একটি প্রাইভেট কোম্পানিতে আমি মাত্র ৩২ বছর বয়সে এমডি হয়েছি। বিদেশের একটি কোম্পানির ডিরেক্টর হয়েছি ৩৬ বছর বয়সে। আমার চেয়ে কম বয়সে কেউ এ পদে যেতে পেরেছেন বলে আমার জানা নেই। আবার গত সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টাও যে বয়সে হয়েছি, সে বয়সে অন্য কেউ সে পর্যায়ে গেছে কি না আমার জানা নেই। সিরামিক ওয়ার্ল্ডেও জড়িত ছিলাম। সেখানেও সফল। আমি এখন সংবাদপত্রের সম্পাদক। এখানেও আমি সফল হতে চাই।
কোন ভদ্র মানুষ এভাবে নিজের ঢোল পিটায়?
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন