দৈনিক আমার দেশের অপসাংবাদিকতার নমুনা দেখুন

লিখেছেন লিখেছেন শয়তান ০৫ জানুয়ারি, ২০১৩, ০১:৫৬:০২ দুপুর



গত পরশু আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ কিছু উক্তি করেছেন, সেটা ছিল এরকম



তিনি বলেন, ‘এ কমিটি নিয়ে আমার কোন ক্ষোভ কিংবা বেদনা নেই। একটি সুন্দর কমিটি হয়েছে। মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। লেনিনও সভাপতি ছিলেন। তারা আজীবন আদর্শের জন্য সংগ্রাম করেছেন। আমরা হয়তো সুবিধাবাদী। তাই হয়তো আজকে লেনিনের নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। তারপরও আমি কৃতজ্ঞ, উপদেষ্টা কমিটির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে রাখা হয়েছে। সভানেত্রী চাইলে আমাকে নাও রাখতে পারতেন। এখান থেকেও বাদ দিতে পারতেন, তার সেই ক্ষমতা ছিলো। তিনি আমাকে রেখেছেন এ জন্য আমি কৃতজ্ঞ। সভানেত্রী আমাকে মন্ত্রীও করেছিলেন। ব্যাক্তিগত কারণে আমি শপথ নেইনি। তবে আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আজীবন থাকতে চাই।


দেখুন এখানে

Click this link

দলের প্রতি কত ত্যাগ থাকলে মানুষ এরাম কথা বলতে পারে।



অথচ উত্তরা ষড়যন্ত্রের মহানায়ক মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ সেটাকে কিরাম বিকৃত করেছে,

তিনি বলেন, আমরা হয়তো নিকৃষ্ট। যারা ছাত্র ইউনিয়ন, সিপিবি ও ন্যাপ থেকে এসেছেন তারা খুবই আদর্শ মানের। অবশ্য দলের সভানেত্রী যেভাবে চেয়েছেন সেভাবে কমিটি করেছেন। এ সম্পর্কে আমার কিছু বলার নেই। এ নিয়ে আমার কোনো ক্ষোভ বা বেদনাও নেই।

Click this link

কিভাবে বিকৃত করে, আমরা হয়তো নিকৃষ্ট কথাটা ঢুকে দিয়েছে, ধিক মাহমুদুর রহমান, ধিক আমার দেশের অপসাংবাদিকতা।

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File