মিরাকলে অবসেসড মুসলিম আর আজান ফুল।

লিখেছেন লিখেছেন অনুরণন ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:০৫:৫২ সন্ধ্যা

ফেইসবুক আর ব্লগের সবচেয়ে বিরক্তিকর দিক গুলোর একটা হচ্ছে হুজুগে/বেকুব মানুষজনের শেয়ার হজম করা।

কিছুদিন পরপর এগুলি ঘুরে ফিরে আসে।

শুন্যে ভাসা একটা পাথরের ছবি, বলেন সুবহানাল্লাহ। এখন অবশ্য এতে কাজ হয়না, লাইক না দিলে আপনার ইমান হালকা হয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকিও থাকে।

কিছুদিন আগে শেয়ারে ধুম পড়েছিল রাশিয়ান একটা বাচ্চার গায়ে কোরআনের আয়াত নিয়ে ভিডিও।




শেয়ার যারা দিয়েছেন তাদের তালিকায় পিএইচডি করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন। আইনস্টাইন খামাখা বলেন নাই যে

"Only two things are infinite, the universe and human stupidity, and I'm not sure about the former."

একটু ইন্টারনেট ঘাটলেই দেখা যেত এটা মিরাকল টিরাকল কিছু না, একটা স্কিন ডিজিজ। Dermatographic urticaria দিয়ে গুগুল ইমেজে সার্চ দিলে হাজার হাজার ছবি পাওয়া যায়।

হালে শুরু হয়েছে আজান ফুল। আজারবাইজানের একটা ভিডিও। আজানের সাথে সাথে ফুল ফোটে।




খবরের সবচেয়ে হাস্যকর অংশ হচ্ছে:

"সকল গবেষনার পর ফল একটা-ই পাওয়া গেছে, “Sorry, we can’t explain this mystery, only God knows”.

কোন বৈজ্ঞানিক পরিক্ষার কোন রেফারেন্স নাই। আর গবেষনার প্রাথমিক জ্ঞান যাদের আছে তারাও জানে এভাবে কোন কনক্লুশন হয় না।

এইটা ফুলটার নাম ইভিনিং প্রিমরোজ। সন্ধ্যার দিকে ফোটে (মাগরিবের আজানের সময়ের সাথে ম্যাচ করা খুবই স্বাভাবিক) এবং ফুটতে খুব অল্প সময় লাগে। নিচের ভিডিওতে এই ফুলের ফোটার আরেকটা দৃশ্য আছে:




জ্ঞান বিজ্ঞান থেকে দুরে সরতে সরতে আমাদের এখন মিরাকলই ভরসা হয়ে দাড়িয়েছে আর সাথে পরিশ্রম বাদ দিয়ে এইসব গার্বেজ শেয়ার/লাইক দিয়ে সোয়াব কামাই করে বেহেস্তে যাওয়ার শর্টকাট রাস্তা বের হয়েছে।

বিষয়: বিবিধ

১৭৩২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215502
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
পলাশ৭৫ লিখেছেন : দারুনস
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৩
167190
অনুরণন লিখেছেন : ধন্যবাদ।
215520
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জ্ঞান বিজ্ঞান থেকে দুরে সরতে সরতে আমাদের এখন মিরাকলই ভরসা হয়ে দাড়িয়েছে আর সাথে পরিশ্রম বাদ দিয়ে এইসব গার্বেজ শেয়ার/লাইক দিয়ে সোয়াব কামাই করে বেহেস্তে যাওয়ার শর্টকাট রাস্তা বের হয়েছে।
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৩
167191
অনুরণন লিখেছেন : ধন্যবাদ।Happy
215529
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
জেদ্দাবাসী লিখেছেন : আমি আছি তাই জগতগুলী আছে,আল্লাহর দেওয়া বোধশক্তি দ্বারা অনুভব করছি। এটাইতো সবচেয়ে বড় অলৌকিক ।
সচেতন মুলক পোস্টে প্লাস++++
ধন্যবাদ
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৫
167192
অনুরণন লিখেছেন : সেটাই। কৃত্রিম ভাবে কোন অলৌকিকত্ব আরোপের কোন প্রয়োজন নাই।
215544
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
ইমরান ভাই লিখেছেন : আমিও সেদিন দেখলাম ভিডিওটা এডিটিং করা মনে হইছে।
জাজাকাল্লাহুখায়রান
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৫
167193
অনুরণন লিখেছেন : এডিটেড কিনা জানিনা, কিন্তু সন্ধ্যায় করা বলেই মনে হয়।
215568
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
বেদনা মধুর লিখেছেন : এই ফুলটা যদি সত্যই আজানের সাথে ফুটে তাহলে এটা আল্লাহর কুদরত। আর যদি আজানের সাথে এর সম্পর্ক না থাকে তাহলে শুধু শুধু আজান টেনে আনার দরকার নাই।
কিছু বিষয় থাকে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না।
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৬
167194
অনুরণন লিখেছেন : আল্লাহর কুদরতের তো কমতি নাই, মিথ্যামিথ্যি কুদরত বানানোর প্রয়োজন নাই।
215581
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
জোনাকি লিখেছেন : ঠিক বলেছেন।
215611
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪২
বৃত্তের বাইরে লিখেছেন : আমার পরিচিত কোন কোন নও মুসলিমকে আমি ব্যক্তিগতভাবেও জানি। তাদের ভেতরে ইসলামকে জানা ও মানার যে ব্যগ্রতা, জ্ঞানকে আয়ত্ব করার যে আগ্রহ তা দেখে মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া এই আমি কখনো নিজের কাছেই লজ্জিত হই। আজকাল মুসলমানদের শিক্ষা,বিজ্ঞান, সংস্কৃতিতে যত দৈন্য,বোমাবাজি ও ধ্বংসাত্মক কাজে ততই উন্নতি। কারন একটাই, আমাদের মত মুসলমানদের কোন বিদ্যা বুদ্ধি দিয়ে মুসলমান করা হয়নি। আমরা জন্মগত মুসলমান। পড়াশুনার উদ্দেশ্য যেমন চাকরী, কোন রকম সার্টিফিকেট হাসিল করা,ধর্ম পালনের ব্যাপারেও এখন আমরা শর্টকাট খুঁজি। পার্থক্য খুব একটা নেই। অশিক্ষিতদের ভরসা পীর-দরবেশ,তন্ত্র-মন্ত্র,শিক্ষিতদের ভরসা মিরাকল।

সচেতন করার জন্য ধন্যবাদ আপনাকে। নিয়মিত লিখবেন Good Luck Good Luck Rose
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৬
167195
অনুরণন লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
215614
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫২
স্বপ্নীল৫৬ লিখেছেন : মিরাকল হলে দুঃখ পাবার কি দরকার?
০৯ মে ২০১৪ বিকাল ০৪:২৭
167196
অনুরণন লিখেছেন : মিথ্যা মিরাকলে কি লাভ Happy
219451
০৯ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
স্বপ্নীল৫৬ লিখেছেন : মিথ্যা বা সত্য শুধু মনে হওয়ার উপর নির্ভর করে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File