ওরে ও জরিনা খালা
লিখেছেন লিখেছেন নীলসালু ১৪ জানুয়ারি, ২০১৩, ১২:০৫:৩৬ রাত
খালা গো খালা......
আগেতো বুঝিনি বল্গানোর জ্বালা
আজব ব্লগার আজব লিখা আর সব আজব মানুষ
এই বল্গে আম্নের নামে উড়ায় খালি ফানুস!!
ওরে ও জরিনা খালা........
এতদিনে বুঝলাম আমি আম্নেই পুরা ভালা
অনেক দোয়া করি আমি বিডি বল্গের লাগি
অনেক দিনে পাইলাম আম্নেরে যাইয়েন না আর ভাগি
আহারে ওগো খালা........
কথা আছে অনেক অনের আম্নের লগে মেল্যা
এই বল্গে আছে অনেক নাবালক মডু
দিন চিনে না রাইত চিনেনা লাউরে কয় কদু!
আইচ্ছা জরিনা খালা........
কঞ্ছেন মোরে কিরাম হয় বিরহের জ্বালা?
চ্যারম্যান বিয়া কইরা কাম করলো সারা
এই শুনিয়া কত্তোজনে হৈল দিশেহারা! ?
দাওয়াত তো পাইলেন ই না কান্তে হৈল মেল্যা
সবাই বিয়া কৈরা পালার বুঝবেন এইবার ঠ্যেলা
আজীবনই রৈয়া গ্যেলেন ক্যাকটাসের লাহান চ্যালা
কঞ্ছেন জরিনা খালা.......
অনেক তো করলেন কবে হইবেন ভালা?
অনেক পস্তাইতে হৈব কইলাম হায় জরিনা খালা
বেবাকের মনের দুয়ারে আম্নের জন্নি পইড়া যাইবো তালা
শুনেন জরিনা খালা.......
প্যাঁচাল পাড়ছি ম্যালা
কামের কথা হৈল মুই বিয়া কইরতাম চাই
পাত্রী যদি আম্নের লাহান অয় তাইলে দরকার নাই
[ফান পোস্ট]
বিষয়: বিবিধ
৩১২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন