গুলশানে সন্ত্রাসী হামলার সময় রেস্টুরেন্টে 'টাক মাথাওয়ালা' কে এই ব্যাক্তি?

লিখেছেন লিখেছেন নীলসালু ০৩ জুলাই, ২০১৬, ১১:১৪:১২ রাত



একজন ব্যাক্তি জিম্মি অবস্থায় সিগারেট টানতে টানতে সন্ত্রাসীদের পাহারায় পুরো ভবনটি ঘুরে দেখছেন৷ ভিডিওতেও দেখা গেছে৷ লোকটির বডি ল্যাঙ্গুয়েজ এবং সন্তারীদের থেকে দুরত্ব বলছে যে এই লোকটি এবং সন্ত্রাসী রা উভয়-ই পজেটিভ মুভমেন্ট এ আছে৷



উনি জিম্মি অবস্থায় রিলাক্স ভাবে আলোচনা করছেন সন্ত্রাসীদের সাথে....যা ভিডিও তেও পরিষ্কার৷



যৌথ বাহিনীর অভিজান শুরুর ঠিক আগে উনি অন্য জিম্মির সাথে বের হয়ে আসছেন...অত্যান্ত রিলাক্স ভাবে...

এই উনিটা কে??

এই মহান টাক মাথাওয়ালা ব্যক্তিটি হচ্ছেন জনাব হাসনাত করিম৷ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক৷





নিহত হওয়া সন্ত্রাসী নিব্রাস ইসলামও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ছাত্র ছিলো৷

সব থেকে বড় কথা হলো নাস্তিক ব্লগার থাবা বাবা ওরফে রাজীব হায়দার কে গলা কেটে হত্যা করার পর তদন্তে যাদের নাম উঠে আসে এবং গ্রেফতার করা হয়েছিলো তারা সবাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো৷ ওই ঘটনায় হত্যাকারীদের সাথে এই হাসনাত করিমের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিলো৷

গুলশানের সন্ত্রাসী হামলার সময় বা আগে থেকে নর্থ সাউথের সেই হাসনাত করিমের ওই রেস্টুরেন্টে অবস্থান করা - এত ইজিলি মুভ করা - সন্ত্রাসীদের সাথে হাত নেড়ে সহজ ভঙ্গিতে কথা বলা - বেরিয়ে যাওয়া...

ব্যাপারগুলো কি বিশাল বড় একটি প্রশ্নবোধক (?) চিহ্নের জন্ম দেয়না??????? :o

বিষয়: বিবিধ

৪৪১২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373867
০৪ জুলাই ২০১৬ রাত ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রশ্ন গুলো সহজ। উত্তর জানা নেই!!!
373871
০৪ জুলাই ২০১৬ রাত ১২:২৮
নূর আল আমিন লিখেছেন : চিন্তার জন্ম দিলেও চিন্তা নাই, দুইদিন পর আরেক ইস্যু দিয়া দিবো ব্যাস!!
373882
০৪ জুলাই ২০১৬ রাত ১২:৫৫
মো সারোয়ার হোসেন লিখেছেন : ধন্যবাদ ||
373896
০৪ জুলাই ২০১৬ রাত ০১:৫১
ক্রুসেড বিজেতা লিখেছেন : হায়রে গুলশান..... Give Up
373905
০৪ জুলাই ২০১৬ সকাল ০৬:৫০
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
373911
০৪ জুলাই ২০১৬ সকাল ০৮:৩১
জ্ঞানের কথা লিখেছেন : বড়ই ঝামালা আছে এই ঘটনায়।
373922
০৪ জুলাই ২০১৬ সকাল ১১:১১
হতভাগা লিখেছেন : এখন ঘোলা জলে মাছ শিকার করা হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File