এটা কোন জংগী মাদ্রাসার ছবি!!

লিখেছেন লিখেছেন নীলসালু ০৫ নভেম্বর, ২০১৫, ০৯:১৭:১৬ সকাল



খুব কিউট একটা ছবি!!

ছেলেরা অতি আনন্দের সহিত হাস্যজ্জল মুখে বিদ্যাপীঠে শাণ দিচ্ছে। পাশেই দাড়িয়ে মুগ্ধ নয়নে শাণ দেওয়া অবলোকন করছে আরও দুই নিষ্পাপ সোনার ছেলে।

হ্যা নিষ্পাপই!!

কারণ একজন নিষ্পাপ ছেলে দেখতে যেমন হয় সবই আছে তার মাঝে। হাতে ঘড়ি, চোখে চশমা, চুলের মাঝখান দিয়ে সিতি, মায়াবী চেহারা!!

এই ছেলে কি নিষ্পাপ না হয়ে পারে??

আসলে এই জিনিসগুলো (রাম-দা’গুলো ) মাঝে মাঝে ধার/শাণ দেওয়া ও ব্যবহার করার প্রয়োজন আছে কারণ কোন জিনিস এমনি এমনি ফেলে রাখলে মরিচা ধরে যায়, ক্ষয় হয়ে যায়। সো এতো মূল্যবান জিনিসগুলো ফেলে রেখে নষ্ট করার কোন মানে হয় না!!

সেদিন কালো বিড়াল খ্যাত সুরজ্জিত সেন বলেছে,- “সকল মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত কারণ মসজিদ মাদ্রাসাই সকল অস্থিরতা ও বিশৃঙ্খলার জন্য দায়ী!!”

আচ্ছা! এবার প্রশ্ন হচ্ছে-উপরের ছবির ঐ কিউট সোনার ছেলেগুলো কোন মাদ্রাসায় পড়ে আর কোন মসজিদে নামাজ পড়ে কেউ কি বলতে পারবেন??

-হ্যা!! মাদ্রাসাটার নাম হচ্ছে- "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়!!"

হ্যা এরা সবাই চবির চাপাতিলোজি ডিপার্টমেন্ট এর শিক্ষানবিশ, বিশেষ মেধায় মেধায়ীত সোনার ছেলে।

মাদ্রাসায় পড়ার কারনে যদি মাদ্রাসার ছেলেরা জংগী খেতাব পেতে পারে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলা হতে পারে,

তবে,

বিশ্বজিৎ হত্যার পর আর প্রকাশ্য রামদা শানিত করার পর ছাত্রলীগ কেন নিষিদ্ধ হবেনা??

আর সন্ত্রাসী তৈরির কারখানা বিশ্ববিদ্যালয় নামক মাদ্রাসা গুলোই বা কেন বন্ধ করা হবেনা?????

বিষয়: বিবিধ

৩৪৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348538
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৪
হতভাগা লিখেছেন : শাহজালালের পোলাপানেরা শিশু হলে ওরাও শিশু
348544
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ওরা তো শিশু, তাদের কাজ নিয়ে বড়দের আগ্রহী হবার মাঝে কি গুরুত্ব আছে? অনেক ধন্যবাদ
348545
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:০০
জ্ঞানের কথা লিখেছেন : আসছে সময় খুব ভয়বাহ!
348550
০৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৮
প্রেসিডেন্ট লিখেছেন : হ্যা এরা সবাই চবির চাপাতিলোজি ডিপার্টমেন্ট এর শিক্ষানবিশ বিশেষ মেধায় মেধায়ীত সোনার ছেলে।
348554
০৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনারা এখন ধার দেওয়া শিখছেন। একটু বড় হলে ঋন নেওয়া শিখবেন!!
348567
০৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ওটা তো বিশেষ নাটকের স্যুটিংএর দৃশ্য চিত্রায়িত হচ্ছে, Big Grin Tongue
ক্যামেরাম্যানসহ অন্যান্য কলাকুশলী ও পরিচালককে দেখা যাচ্ছেনা!

মোল্লারা সিনেমা-নাটক স্যুটিংও বোঝেনা,
যত্তোসব!! Big Grin Big Grin It Wasn't Me!
348604
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : ডচিৎ দাবী৷ বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ হোক আগে৷
348682
০৬ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : চোরন্জিতের দুই গালে জুতা মারুন তালে তালে ।
348748
০৭ নভেম্বর ২০১৫ সকাল ০৬:০০
বৃত্তের বাইরে লিখেছেন : এরা কি আসলেই ছাত্র না বাজারের কসাই! মানুষ কোপানোর জন্য শান দেয়া হচ্ছে তাও প্রকাশ্যে হাসিমুখে ভাবতে কেমন গা শিউরে উঠছে।
১০
348779
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওরা সোনার ছেলে!ওদের জন্য সাত খুন মাফ..!
১১
348790
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৭
আফরা লিখেছেন : যারা খুনী তারাও আবার কারো হাতে খুন হবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File