ফেসবুকে বাড়ছেই প্রতারণা; সাবধান হওয়া জরুরী৷
লিখেছেন লিখেছেন নীলসালু ০১ আগস্ট, ২০১৫, ১২:০৭:১৯ দুপুর
জীবনে চলার পথে আমাদের নানা ধরনের মানুষের সাথেই পরিচয় হয়৷ সমাজে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষেরও অভাব নেই আমাদের সমাজে৷ এই খারাপ মানুষদের মধ্যে কিছু আছে প্রতারক৷ যাদের কাজ হলো মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া৷ হতে পারে সেটি বেশ মোটা অংকের অথবা কিছুটা কম৷
ব্যাক্তি জীবন ছাড়াও ভার্সুয়ালেও এদের বিচরণ অনেক বেশি৷ অনলাইনে অচেনা ব্যক্তির সাথে ভালো লোকের মুখোশ পরে মিশবে এবং সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিবে মোটা অংকের টাকা৷ বেশিরভাগ সময় এদের শিকারী হয় অনলাইনের মেয়েরা৷ ফেসবুকে পরিচয় গড়ে তোলে এবং নানা সমস্যা অথবা বিপদের কথা বলে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা৷ তারপর গায়েব হয়ে যায়৷
তাদের মধ্যে একজনের আংশিক পরিচয় তুলে ধরছি আপনাদের সামনে৷ ছবিতে দেখানো ব্যক্তিটি রাজধানীর গোড়ান, খিলগাঁও এলাকায় থাকে৷ কারো কাছে 'নিষাত' নামে পরিচিত৷ আবার কারো কাছে 'বিল্লাল' নামে, আবার কারো কাছে 'তাজু' নামে পরিচয় দেয় এই ব্যাক্তি৷
একাধিক সূত্রে জানা যায়, ফেসবুকে তরুনীদের সাথে প্রেমের সম্পর্কে গড়ে তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অনেক অর্থ৷ শুধু তা-ই নয় অনেক দিন আগে থেকেই সে করে আসছে এমন প্রতারণা৷ কোনো প্রতারক চক্রের সদস্য বলেও অনেকের ধারণা৷ জানা যায়, তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একের অধিক মামলা রয়েছে ইতিমধ্যেই৷ কিন্তু তবুও থেমে নেই তার প্রতারনামূলক কর্মকান্ড৷
একাধিক মোবাইল ফোন এবং ফেসবুক একাউন্ট ব্যবহার করে সেলেব্রেটিদের সাথে ভাব জমায়৷ আবার ফেসবুকে তরুনীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ তারপর একসময় মোটা অংকের অর্থ দাবি করে নিজের নানা সমস্যার কথা বলে৷ আবার কখনো কখনো অন্যকে সাহায্যের কথা বলেও অর্থ দাবি করে৷ অথবা ধার হিসেবে মোটা অংকের অর্থ নেয়৷ আর নেওয়ার কিছুদিন পরেই নাম্বার এবং আইডি বন্ধ করে দিয়ে উধাও হয়ে যায়৷ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবার ফিরে আসে নতুন নামে৷ আবার শুরু করে প্রতারণা৷ যার বেশি শিকার হয় তরুনীরা৷
প্রিয় পাঠকবৃন্দ, এদের বিরুদ্ধে সোচ্চার হোন৷ অপরিচিত কারো সাথে কোনো ধরনের সম্পর্ক অথবা লেনদেন করবেন না৷ আর করলেও তাঁর ব্যাপারে ভালো করে জেনে নিন৷
(প্রতিবেদনটি বিডিটুডে নিউজ থেকে সংগৃহীত)
বিষয়: বিবিধ
৩৩৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কত পাব্লিক ছেলে হয়ে মেয়ের আইডি খুলে লুল পাব্লিকদের নাছায়..আর আমিও হাসি...!
সো বি কেয়ারফুল।
আর বন্ধুদের কাছে নিজের দাম বাড়াতে ছেলেটি আগে মেয়েটির নাম্মারে টাকা পাঠিয়ে কল দেওয়ায় ।
মন্তব্য করতে লগইন করুন