ফিলিস্তিন সমর্থকদের হামলায় ইসরাইলি ফুটবল ম্যাচ পন্ড (ভিডিও)
লিখেছেন লিখেছেন নীলসালু ২৪ জুলাই, ২০১৪, ০৯:৪৩:৫৮ রাত
মৌসুম শুরুর আগে প্রাক-প্রসতুতি ম্যাচ খেলতে নামা ইসরাইলের মাক্কাবি হাইফা ও অষ্ট্রিয়ার লিলি দলের মধ্যকার ম্যাচটি ফিলিস্তিন বিক্ষোভকারীদের হামলায় পন্ড হয়ে হয়ে গেছে।
ভিডিও-
না দেখা গেলে এই লিংকে ক্লিক করুন
খেলা চলাকালীন সময়ে ফিলিস্তিন সমর্থকরা মাঠে ঢুকে ফিলিস্তিনির পতাকা উড়াতে থাকে এবং ইসরাইল বিরোধী স্লোগান তোলে। এসময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ফিলিস্তিন বিক্ষোভকারীদের আক্রমনের বস্তু হয় মাক্কাবি হাইফা দলের খেলোয়াড়রা। স্থানীয় পুলিশ জানিয়েছে সংঘর্ষে কেউ গুরুতর আহত হননি। স্থানীয় নিরাপওা কর্মীরা বেশ দেরীতে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। তবে দুটি দল প্রশাসনের সহায়তায় নিরাপদেই মাঠ ছাড়ে।
গত কয়েক সপ্তাহে প্রায় ৭০০ ফিলিস্তিনি মারা গেছে ইসরাইলের হামলায়
বিষয়: বিবিধ
৪৯১৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন যে হামাসের উপরই ইসরায়েল দোষ চাপাতে শুরু করেছে রিসেন্ট হত্যা কান্ডের জন্য সেটার খবর রাখেন ? আর ইসরায়েলের জন্য মৃত্যু ফাঁদ হিসেবে হামাসের যে সব সুড়ঙ্গকে নিয়ে উল্লাস করছেন তা নিয়ে সিএনএন যে রিপোর্ট করছে তা কি দেখছেন ? এরজন্য তারা কাতারকে দোষারোপ করছে । কাতারই নাকি টাকা ঢালতেছে হামাসের পেছনে !
যুক্তি হিসেবে তারা দেখাচ্ছে কয়দিন আগেই কাতার আমেরিকা থেকে যে বিপুল পরিমান অস্ত্র কিনেছে সেটাকে ।
২০২২ এর বিশ্বকাপ নিয়ে কাতার একটা ফাঁপড়ে পড়ে গেছে আর এখন পড়তে যাচ্ছে হামাসকে নিয়ে ।
বোঝাই যাচ্ছে যে যুদ্ধটাকে আরও এক্সটেন্ড করতে এবং শত্রু বাড়াতে এটা করছে ইসরায়েলী ও তাদের দোসররা ।
আজ কাতারকে তারা ধরতে চাইছে , কালে ইরানকে , পরশু দিন আরও কোন আরব দেশকে ...। তাই শুধু বুকের মধ্যে লাথি মারা দেখে উল্লসিত হবার কিছু নেই ।
আসুন দোয়া করি আল্লাহর কাছে যাতে মিডিল-ইস্টের সব মুসলিম দেশগুলো এক হয়ে এর কড়া জবাব দেয় ।
মন্তব্য করতে লগইন করুন