ফিলিস্তিনের শিশুদের নয়, বিশ্বকাপে আয় করা সব অর্থ ব্রাজিলে দিচ্ছেন জার্মানির প্লেয়ার ওজিল
লিখেছেন লিখেছেন নীলসালু ১৬ জুলাই, ২০১৪, ০৯:৩৫:৩৬ রাত
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার আরেক দানের দৃষ্টান্ত দেখালেন জার্মান ফুটবলের স্ট্রাইকার মেসুত ওজিল। এবার বিশ্বকাপ খেলে যত আয় করেছেন তার সবই প্রথমে গাজার বিপর্যস্ত শিশুদের জন্য দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। GolTV এর অফিসিয়াল পেইজেও এই নিউজ জানানো হয়েছে। এ নিয়ে সারাবিশ্বের নানাধর্মী মানুষের মাঝে ও ফেসবুকে চলছে আলোচনা আর তোলপাড়। তার সাথে সাথে মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই খবর। বাংলাদেশের বেশ কয়েকটি মিডিয়াও এই খবর প্রচার করে। কিন্তু তার পরেই তার সূত্র থেকে জানানো হয় তিনি ওই অর্থ ব্রাজিলের শিশুদের জন্য দিচ্ছেন।
উদাহরণস্বরূপ,
একই নিউজ বাংলানিউজ২৪ প্রথমে প্রচার করে গাজার শিশুদের অর্থ প্রদান করবে ওজিল নামক শিরোনামে।
তার পরেই তারা প্রচার করে ওজিলের অনুদান গাজায় নয়, ব্রাজিলে নামক শিরোনামে।
শুধু তাই নয় আরো বেশ কয়েকটি নিউজেও এই একই খবর পর পর দুই ভাবেই প্রচার করা হয়। আর তাতেই সবার মনে একটি ভ্রান্ত ধারণার জন্ম হয়।
উল্লেখ্য,
বিশ্বকাপ জয়ী হওয়ায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো দেয়ার ঘোষণা দেয় এবং সেমিফাইনাল জেতায় প্রত্যেকে আরো পাচ্ছেন দেড় লাখ ইউরো।
ইতোপূর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে কোরআন তেলাওয়াত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলেন তুর্কি এই মুসলিম বংশদ্ভূত। এছাড়া নাকি রোজা রেখেই সবগুলো বিশ্বকাপ খেলায় অংশ নিয়েছেন এই জার্মান তারকা। এমনটিই উঠে এসেছিলো মিডিয়ায়।
ইসরাইলকে সমর্থন দেয়ায় ফিফা কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক পর্যন্ত করেননি তিনি। এনিয়ে বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা সমালোচনা আর বিতর্ক ছড়িয়ে পড়ছে।
বিষয়: বিবিধ
৩১২৯৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
ওজিলের জন্য শুভকামনা।
বৌয়ের পেছনে দিয়েই তো কুলায় নাহ
ফিলিস্তিনি হরহামেশা সাহায্য করা হচ্ছে এক মাত্র মহান আল্লাহ জানেন যাদের হক তারা পাচ্ছে কি না।
কিন্তু কথা হল , কিছুদিন পরে দেখা যাবে যে এটা ভূয়া খবর ছিল । তখন এই ফেক খবর যারা ছড়িয়ে ছিল তারা মুসলমানদের নিয়ে আরেক দফা মজা লুটবে ।
ইতিপূর্বে প্যারিস হিলটনকে দিয়ে তারা ব্যাপক মজা লুটে নিয়েছে ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> আমি মেঘ হবো লিখেছেন : এটা উনি (ওজিল) উনার ফেসবুক পেজে শেয়ার করেছেন। সুতরাং ফেক হওয়ার পসিবিলিটি কম।Click this link
মন্তব্য করতে লগইন করুন