ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা আর শিশুহত্যার চিত্র দেখুন (ভিডিও সহ)
লিখেছেন লিখেছেন নীলসালু ১৪ জুলাই, ২০১৪, ০৩:৩৬:২১ দুপুর
দেখুন, কিভাবে ইসরাইলের পশুরা গাজায় নিরীহ মানুষদের উপর হত্যা যজ্ঞ চালাচ্ছে৷কিভাবে মারা হচ্ছে নিষ্পাপ শিশুদের৷
কোথায় মানবাধিকার সংস্থা??
নাকি মুসলমানদের মানবাধিকার থাকতে নেই??
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা আর শিশুহত্যার চিত্র দেখুন
দেখুন, ফিলিস্তিনে ইসরাইলিরা কিভাবে একটি পরিবারের উপর হামলা চালাচ্ছে!
আমি এখন কাঁদছি......অঝোরে কাঁদছি....
যখন, পবিত্র রমজান মাসেও মিসাইল আঘাত হানছে ঘুমন্ত গাজাবাসীর ওপর। ফিলিস্তিনে মারা হচ্ছে মুসলমানদের৷ হত্যা করা হচ্ছে নিষ্পাপ শিশুদের৷ বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মুসলমানদের শরীর......
কলিজা ফেটে যায় তখন,
যখন বোমার আঘাতে জর্জরিত মাত্র ৩ বছর বয়সের শিশু মৃত্যুর আগে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে -"আমি আল্লাহর কাছে সব বলে দেব"
সে কিন্তু বলে দিবেই..........
বিষয়: বিবিধ
৪০৮৭০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মধ্যপ্রাচ্যের বিশ ফোঁড়াটা বিষের লাগাম খুলে/
নরক প্রলয় আনলো গাজায় বজ্র ধ্বনি তুলে/
মার্টার শেলের তপ্ত আঁচে/
অগ্নিশীখার মত্ত নাচে/
হানলো আঘাত মানবতার মূল্যবোধের মূলে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কি হবে মুসলমানদের?
ভীষণ কষ্টসাধ্য অসাধারণ পোস্টটির জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া আপনাকে!
ইহুদীদের বর্বর হামলার শিকার গাজাবাসীর জন্য সাহায্য পাঠানোর নির্ভরযোগ্য ঠিকানা।
সাহায্য পাঠানোর ঠিকানা:-
# Bank Name : Islami Bank Bangladesh Limited
Account Name : Muslim Aid Institute of Technology
Account No : 20501930201909001
CDA Avenue Branch , Chittagong
# Chittagong Head Office Address :
House No : 1/d , Road No: 8,
Khulshi Green Society , Khulshi , Chittagong .
e-mail :
# Dhaka Office :
Muslim Aid Bangladesh Field office ,
House no 13 , Road No 27 , Block J , Banani Dhaka .
Telephone : 02-8836221, +8802-8836421
Fax: +880 2 8821368
সার্বিক যোগাযোগ : আব্দুল্লাহ আল-মামুন(মুসলিম এইড চট্রগ্রাম বিভাগীয় প্রধান) ,
ফোন : ০১৮১৮- ১৩১২৯৮
পুনশ্চঃ
কোনো অবস্থাতেই কেউ ফিলিস্তিন দূতাবাসে টাকা পাঠাবেন না। বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস হচ্ছে মাহমুদ আব্বাসের ফাতাহ কত্রিক নিয়ন্ত্রিত । আর ফাতাহ হচ্ছে ইসরাইল ও আরব শাসকগণের মনোবাসনা পূরণকারী একটি সেকুলার পার্টি ছাড়া আর কিছুই নয় , যারা ফিলিস্তিনের গাযায় মাজলুমদের জন্য কোনরুপ সাহায্য করেন না বা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকারী হামাসকে কোনরুপ সহযোগিতা করেন না । উল্টো বহিঃবিশ্বের ফাতাহ'র মাধ্যমে হামাসের কাছে সাহায্য পাঠানো বেশ কিছু ফান্ড তারা আটকে রেখেছে ।
মন্তব্য করতে লগইন করুন