২১/০২/১৯৫২
লিখেছেন লিখেছেন নীলসালু ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০০:৪১ রাত
একুশ তুমি আমার মায়ের মিষ্টি মুখের ভাষা
তুমি সে একুশ যে জাগিয়েছিল মনে ভাষার ভালোবাসা
একুশ তুমি আমার ভাইয়ের রক্তাক্ত সেই দেহ
তুমি সেই একুশ মিলিটারিদের রক্ত চুষার মোহ!!
একুশ তুমি চির চেনা সেই হাইকোর্টের চত্তর
তুমি সে একুশ যার কথা শুনে কেঁপে উঠে এই অন্তর !
একুশ তুমি বায়ান্নর সেই ১৪৪ ধারা
তুমি সেই একুশ তোমাকে দিয়েই শহীদ হলো তারা!
একুশ তুমি ছুটে চলা দুরন্ত দুপুরের সেই গণজোয়ার
তুমি সে একুশ যেই দিনেতে করেছি উর্দু ভাষীদের হুশিয়ার!
একুশ তুমি জহির রায়হানের একুশের গল্পের তপু
তুমি সে একুশ হারিয়ে ভাবিনি খুঁজে পাবো কভু!
একুশ তুমি রেনুর মতো অশ্রুর ফোয়ারা নামা আখি
তুমি সে একুশ কত প্রাণ নিলে দিয়ে সবারে ফাকি
একুশ তুমি শত মায়ের বাক হারা সেই মুখ
তুমি সে একুশ ভয়াল থাবা দিয়ে কেড়ে নিলে কত সুখ!
একুশ তুমি শত হৃদয়ের জাগিয়ে তোলা আশা
তুমি সে একুশ যাকে দিয়ে পেলাম বাংলাভাষা
"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি"???
[i'm not a poet but try,this post isn't for destroying blog environment.Please do not Share it or it's link to any other blog or facebook without permission]
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন