এক নজরে আওয়ামীলীগ শাসন আমলের উল্লেখ যোগ্য কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা
লিখেছেন লিখেছেন নীলসালু ০৯ জানুয়ারি, ২০১৪, ০৯:০৬:০৪ রাত
১৯৯৬-২০০১ পর্যন্তঃ
• হাতিয়া দ্বীপে বিষ্ণু প্রিয়ার উপর নির্যাতন।
• নাটোরের দক্ষিন চৌকিরপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা।
• নারায়নগঞ্জে শামিম ওসমানের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মী কর্তৃক কালীবাজার মন্দিরের জায়গা দখল।
• মাদারীপুরে নবগ্রামের হিন্দুদের ভীতি প্রদর্শন।
• খুলনার ডুমুরিয়ায় হিন্দুদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা।
• দিনাজপুর জর্জিয বাহিনীর দেশ ত্যাগ।
• লক্ষীপুরে হিন্দু মহিলাদের ধর্ষণ।
• নরসিংদীতে হিন্দুদের সম্পত্তি দখল।
• বাগেরহাটে ১০ টি হিন্দু অধ্যুষিত গ্রামে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি।
• চুয়াডাঙ্গার নিশ্চিন্তপুরে ১৮ টি হিন্দু গ্রামে হামলা।
• সিরাজগঞ্জের চৈত্রহাটি গ্রামের দেবোত্তর সম্পত্তি দখল।
• সিরাজগঞ্জে লক্ষী মূর্তি ভাংচুর।
• গাজীপুর-ঢাকা সড়কের পাশে লক্ষীপুর একালায় শেখ রেহানার স্বামী ড. সাদিক সিদ্দিকী দ্বারা জোর পূর্বক হিন্দুদের ৪ বিঘা জমি দখল। (দৈনিক দিনকাল, ২৭.০৭.২০০০)
২০০৮-২০১৩ এর কিছু ঘটনাঃ
• সাঁথিয়ায় হিন্দুপাড়ায় ২৫ বাড়ি মন্দির ভাংচুর, আগুন। (ইত্তেফাক, ০৪.১০.২০১৩)
• ২৫ নভেম্বর, ২০১৩ বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় রতন ভৌমিকের বাড়িতে এই হামলা চালিয়ে মনসা মন্দিরের নির্মাণাধীন মনসা প্রতিমা ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। (কালের কন্ঠ, ২৫.১১.২০১৩)
• ১৬ নভেম্বর ২০১৩ বরিশাল সদর উপজেলার খানপুরা গ্রামে মন্দির ও ঠাকুর ঘরসহ হিন্দু সম্প্রদায়ের ১৮টি বসত ঘর পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। (কালের কন্ঠ, ২১.০৯.২০১৩)
• সাতক্ষীরায় যুবলীগের হিন্দু দোকান লুট হিন্দু যুবককে কুপিয়ে জখম,মূর্তি ভাঙচুর।
• বিশ্বজিৎ নারকীয় ভাবে প্রকাশ্যে খুন।
• ছাত্রলীগের সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে পাবনায় হিন্দুদের বাড়িঘরে হামলা।
• কয়রায় যুবলীগ সন্ত্রাসীদের হামলায় হিন্দু পরিবারের উপর আক্রমন।
• কুষ্টিয়ার কুমারখালিতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর,মালামাল,স্বর্ণালাংকার লুট পাট।
• ২০ এপ্রিল ২০১০ কেরানীগঞ্জে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্পত্তি দখল করতে গিয়ে ক্ষীরমোহনকে পিটিয়ে হত্যা।
• ২২ ডিসেম্বর ২০০৯ সিংড়ার তাজপুর গ্রামে রাজবিহারী ঘোষ নামে একজন বৃদ্ধকে দগ্ধ করে হত্যা।
• ২৫ জুলাই ২০০৯ নরসিংদীর পলাশের চরসিন্দুর গ্রামে শ্মশানের জায়গা দখলকে কেন্দ্র করে সংখ্যালঘুদের চারটি বাড়িঘর ও মূর্তি ভাঙচুর এবং তাদের বাড়িতে লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা।
ঠিক ২০১৪ সালে এসেও তারা তাদের এমন কার্যকলাপ চালিয়েই যাচ্ছে। দেশের ভিবিন্ন স্থানে নিজেদের দলের গুন্ডা বাহিনী দ্বারা হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার আর ভয় দেখিয়ে উস্কে দিছে সাপ্রদায়িক দাঙ্গার দিকে। এসব কাজ করতে গিয়ে ধরা পড়লেও নিশ্চুপ মিডিয়া। আজ পর্যন্ত কোনো মিডিয়া অথবা অন্য কেউ দেখাতে পারেনি বিরোধী দলের কেউ অথবা জামায়াত-শিবির এমন কাজ করেছে।
এই হচ্ছে বালের ধর্ম নিরপেক্ষতা আর শান্তি শৃঙ্খলা বৃদ্ধি করার এক অনন্য দৃষ্টান্ত (!)
বিষয়: বিবিধ
২৭৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আলোকছিপী মৌজার ১২৫ ও ৬৭ নং খতিয়ানের ১১১৮ ও ৪৫৫ দাগের জমি নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিশ্বামপুর গ্রামের মরহুম ঈসরাইল মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা আবদুর রহিম মণ্ডল ও আলোকছিপী গ্রামের নরেন চন্দ্রের পুত্র সুশীল চন্দ্রের মধ্যে জমিক্রান্ত কোন্দল চলতে থাকে। এরই মধ্যে তফসিলভুক্ত দাগ খতিয়ানের জমির মালিকানা দাবি করে সুশীল চন্দ্র বাদী হয়ে অর্পিত সম্পতি প্রত্যবর্তন ট্রাইব্যুনাল ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করে। মামলা নং-৫১২/১৩। মামলার শুনানি আগামী ০১-০৭-২০১৩ তারিখে ধার্য আছে।
মন্তব্য করতে লগইন করুন