Winking“তোমার নূনূ,আমার নূনূ” Tongue

লিখেছেন লিখেছেন নীলসালু ২৬ জানুয়ারি, ২০১৩, ০৮:১৫:৪৮ রাত



তোমার ভাই আমার ভাই, নুনু ভাই নুনু ভাই

তোমার আমার মার্কা কি, নুনু ছাড়া আবার কি।

দুঃসময়ের এই দিনে, নুনু তোমায় মনে পরে

নুনু তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।

নতুন প্রতিনিধি আসছে এবার চিন্তার কিছু নাই

নূনূ ভাইয়ের জন্য সবার একটু দোয়া চাই

সোনার দেশের সোনার ছেলে আমাদের নূনূ ভাই

দেশ বাঁচাতে নূনূর মত লোকের বিকল্প নাই

কারাগারে থাইক্যা ভাই পাইছেন অনেক কষ্ট

যুবক সমাজ দিনে দিনে হয়ে যাচ্ছে নষ্ট

সোনার দেশের সোনার ছেলেরা সবাই যখন নূনূ

সমাজের যে কি হাল সন্দেহ নাই কোন

আসছে নির্বাচনে ভাইয়ের জন্য চাইছি একটা মার্কা

যেই মার্কাতে থাকবে না কোন রকম পেরকা

সবার জন্য পরান কাঁদে ত্যাগি মানুষ তিনি

নূনূ ভাই তাহার সৈনিক জাতির আব্বু যিনি।

চারিদিকেতে শুধু শুনা যায় নূনূর জয়োগান

মাঠে-ঘাটে-বাসে নূনূ হয় নিবেদিত প্রান

টেকনাপ থেকে তেতুলিয়া চলে নূনূর কর্মকান্ড

BAL এর সময় নূনূর অবস্থান নয়কো ওতি মন্দ

সবশেষে নূনূ ভাইয়ের লাগি চাইছি অনেক দোয়া

“তোমার নূনূ,আমার নূনূ” ওই নূনূ সিলেডি পোয়া।



টুডে ব্লগের নীতিমালাঃ

৫। যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ , হয়রানিমূলক , কুৎসা রটনামূলক , অশ্লীলতা , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে তাহলে মডারেশানের আওতায় আনা হবে।

৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।


[উপরে ব্যাবহার করা ২ টি ছবিই সত্য।ছবি গুলো যদি ব্যক্তি আক্রমণ,হয়রানিমূলক,কুৎসা রটনামূলক,অশ্লীলতা,কুরুচিপূর্ণ,আপত্তিকর হত তবে ওই ছবি গুলো পাবলিক প্লেসে এভাবে ঝুলিয়ে রাখা হত না।আর উপরের কাব্যটি ওই ছবিকে ঘিরেই লিখা হয়েছে।চোরের মনে চুরি আর বিড়ালের মনে শুটকি সবসময়ই থাকে।যারা এই পোস্টকে চটি পোস্ট বলে নাককান্না করছেন তারাই হয়তো চটি নিয়ে বেশি ঘাটাঘাটি করেন আর তাই চোখের সামনে যা-ই দেখে সেটিকেই চটি মনে করেন।বাস্তবতাকে এরা কখনোই সহজ ভাবে মেনে নেয়না।]

[i'm not a poet but try,this post isn't for destroying blog environment.Please do not ‍Share it or it's link to any other blog or facebook without permission]

বিষয়: বিবিধ

৫৭৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File