সংগঠন কি ভাববে?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৩ মে, ২০১৫, ০৭:৫৬:৩৭ সন্ধ্যা

অরগেনাইজেশনের কাজকে রাজনীতি নিরপেক্ষ ইনস্টিটিউশানালাইজ করতে হবে। একেকটি নুরানী মাদরাসা টাইপ প্রতিষ্ঠান কোরআন তালিম সামষ্টিক পাঠ করে দেবে। আর বয়ষ্ক শিক্ষা কেন্দ্র দেবে মানউন্নয়নের পরীক্ষার সার্টিফিকেট। সামাজিক লাইব্রেরী দেবে সিলেবাস শেষ করার সার্টিফিকেট। কোন রাজনৈতিক দলের কাজ লোক গঠন হতে পারেনা। রাজনৈতিক দলকে রেডিমেট লোক পেতে হবে।

----------------

১.শপথের কর্মী করার সময় মাকাসিদ আশশারিয়াহ ও ইসলামী বিচার নিয়ে বাধ্যতামূলক ভাবে নোট করানো উচিত এবং মানউন্নয়ন পরীক্ষায় আবশ্যকীয় প্রশ্ন থাকা উচিত।

২. টিএস টিসি গুলোতে কর্মীদের আবেগ নিয়ন্ত্রনের উপর ট্রেনিং দেয়া দরকার। নোট থাকা দরকার। নোট করানো দরকার। এ জন্যে সাইকোলজির বই গুলো ভাল উৎস হতে পারে।

৩. চরিত্র গঠনের মৌলিক উপাদান বইয়ের আপগ্রেড ভার্সন তৈরী হওয়া দরকার ও তা বাধ্যতামূলক পাঠ্য থাকা দরকার।

৪. চুড়ান্ত শপথের কর্মী হওয়ার আগে কম্পারেটিভ রিলিজিয়নের উপর নোট করানো দরকার।(তুলনামূলক মতবাদ সহ)

-----------------------

পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা মানের সবার জন্যে উন্মুক্ত একটি ইসলামিক নলেজ প্র্যাকটিস এন্ড টেস্টিং সিস্টেম (আইকেপিটিএস) পরীক্ষা জাতির তরুন যুবক ও জ্ঞান পিপাসুদের জন্যে একটি ভাল সমাধান।

-----------------------

বিষয়: বিবিধ

১৯৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322063
২৩ মে ২০১৫ রাত ০৮:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আবেগহীনতা অনেক ক্ষেত্রেই কিন্তু সংগঠনকে প্রানহীন করে দেয়।
322068
২৩ মে ২০১৫ রাত ০৯:০২
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : Islamic Learning Testing System কি ও কেন ?


পরীক্ষা দিন । পুরস্কার জিতুন । ইসলামের আলোকে জীবন গড়ুন ।
আলহামদুলিল্লাহ । আল্লাহর অশেষ রহমতে Islamic Learning Testing System
কোর্স কারিকুলাম বানানো শেষ করলাম ।
Islamic Learning Testing System কি ? :
এটি অনেকটা ইংরেজী ভাষার জ্ঞান পরীক্ষণের IELTS পরীক্ষার মতো । এই পরীক্ষার মাধ্যমে ইংরেজী ভাষার দক্ষতা নিরুপন করা হয় ।
Islamic Learning Testing System পরীক্ষণটির মাধ্যমে যে কোন লোকের ইসলামের সাথে সম্পৃত্ত বিষয়গুলোর উপর কতটুকু দক্ষতা আছে তা যাচাই করা যাবে । ইসলামী বিষয়ের উপর এধরনের পরীক্ষণ পদ্ধতির ধারণা বাংলাদেশই নয় মুসলিম বিশ্বে নতুন ।
Islamic Learning Testing System - এর সাথে কারা যুক্ত আছেন ? :
এই কোর্স কারিকুলাম পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশের অনেক নামকরা অনেক বুদ্ধিজীবি ও প্রতিষ্ঠান আগ্রহ পোষণ করেছেন ।




Islamic Learning Testing System - এর কয়টি মডিউল আছে ? :
এই কোর্স কারিকুলামের মধ্যে ১০ টি ধাপ রয়েছে ।
সাধারণ স্তর (সব ধর্মের লোকদের জন্য উন্মুক্ত )
১. মৌলিক ইবাদত ও সামাজিক সম্পর্ক
২. ইসলামী সাধারণ জ্ঞান
মাধ্যমিক স্তর (সব ধর্মের লোকদের জন্য উন্মুক্ত )
৩. ১০০ কুরআনের আয়াত (ব্যাখ্যাসহ)
৪. ১০০ হাদিস (ব্যাখ্যাসহ)
উচ্চতর স্তর (শুধু মাত্র মুসলিমদের জন্য )
৫. মুসলিম বিশ্বের সংক্ষিপ্ত ইতিহাস
৬. বাংলাদেশের মুসলিম সমাজ ও সংস্কৃতি
৭. কুরআনের সাথে সম্পৃত্ত আরবী ভাষার ৫০০ শব্দ এবং এসবের ব্যবহার
৮. আরবী ভাষা ও ব্যকরণ
ভাষা শিক্ষা কোর্স
৯. আরবী ভাষায় কথা বলার সংক্ষিপ্ত কোর্স (সব ধর্মের লোকদের জন্য উন্মু্ক্ত)
১০. আধুনিক ভাষা শিক্ষা কোর্স ও তুলনামূলক ধর্মতত্ত্ব । ( বিভিন্ন ধর্মের উপর তুলনামূলক গবেষণা । বিভিন্ন ভাষার উপর দক্ষতা অর্জন । এই অংশ শুধু মাত্র ইসলাম প্রচারকদের জন্য । )
পরীক্ষা দেওয়ার নিয়ম :
আপনারা এই লিংকে যেয়ে এমন একটা নমুনা পরীক্ষা দিয়ে আসতে পারেন : http://www.testmoz.com/339638
পরীক্ষা দেওয়ার জন্য Your Name এর ঘরে আপনার ফেসবুক নাম লিখবেন (এখানে ফেসবুক নাম হলো ফেসবুক এড্রেসের শেষাংশ । যেমন : আমার ফেসবুক নাম হলো : fakhrul78 । কারণ আমার ফেসবুক এড্রেস : https://www.facebook.com/fakhrul78 )
আর Passcode এর ঘরে ILTS1 লিখে Continue বাটনে ক্লিক করে পরীক্ষা দিতে শুরু করুন ।
Islamic Learning Testing System চালূ করার জন্য আমি নিজেই একটা সাইট ও এপস্ বানাচ্ছি ।
আশা করি আমার এই কাজের সফলতার জন্য আপনারা সবাই দুয়া করবেন ।
যারা আজকের পরীক্ষাটা দিবেন তাদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হবে ।
322072
২৩ মে ২০১৫ রাত ০৯:৪২
এ,এস,ওসমান লিখেছেন : চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটা চিকন বলে এর মূল্যায়নও অনেকে কম করে।
বইটার মূল প্রত্যেক কর্মীকে বোঝা উচিত।
আর কাউকে সাথী বানানোর আগে কর্মীর মান আগে দেখতে হবে। কোন কর্মহীন কর্মীকে সাথী বানিয়ে লাভ নায়।
322089
২৪ মে ২০১৫ রাত ১২:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন :
চুড়ান্ত শপথের কর্মী হওয়ার আগে কম্পারেটিভ রিলিজিয়নের উপর নোট করানো দরকার।(তুলনামূলক মতবাদ সহ)


হাঁ এটা করা খুবই জরুরী। নাস্তিকদের সাথে তর্কে যেতে হলে খালি ইসলামী জ্ঞান থাকা যথেষ্ঠ নয়।
322107
২৪ মে ২০১৫ রাত ০১:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ ।
322109
২৪ মে ২০১৫ রাত ০১:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ড.মুহাম্মদ নুরুল ইসলামের “ইসলাম ও অন্যান্য মতবাদ” বইটি পাঠ্য হতে পারে।
329962
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো লেখাটি ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File