যে টপ সিক্রেট ১০ কারনে কওমী মাদরাসা ডেঞ্জারাস.

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৭ এপ্রিল, ২০১৫, ১০:২৪:৪৯ রাত

যে টপ সিক্রেট ১০ কারনে কওমী মাদরাসা ডেঞ্জারাস.

১. বাংলা ছাড়াও কওমী মাদরাসায় আরবী উর্দু ফারসীর মত তিনটি বিদেশী ভাষা পড়ানো হয়।

২. কওমী মাদরাসার লোকজন বাংলাদেশ থেকে উন্নত মধ্যপ্রচ্যের বড় বড় শেখদের মত করে পোষাক পড়ে।

৩. বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি থাকলেও কওমী মাদরাসার পোলাগুলো মাদরাসায় মারামারি করতে জানেনা।

৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একসময়ের ভাল ছেলে ধর্ষনের সেঞ্চুরী পালন করলেও কওমী মাদরাসার পোলারা সেটা পারে নাই।

৫. বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে সরকারের বড় অফিসার হয়ে দুর্নীতি করার উদাহরন থাকলেও কওমী মাদরাসার সাবেক ছাত্ররা শেয়ার মার্কেট দুর্নীতি করতে পারে নাই।

৬. কওমী মাদরাসার লোকজন ধর্মবিরোধী না।

৭.কওমী মাদরাসা ভারতের দালালী করতে জানেনা।

৮. কওমী মাদরাসার লোকজন শাহবাগে নাস্তিকদের সাথে বিরানী খাইতে জানেনা।

৯. শাপলা চত্ত্বরে অনেক কষ্ট করে উপস্থিত সব কওমী লোকজনকে মাইরা গুম করা যায় নাই।

১০. কওমীরা মাদরাসা চালানোর জন্যে সরকারের অনুদান নেয় নাই। অনুদানের টাকাও মারে নাই। সার্টিফিকেটও সরকারী না। তাই জাতির পিতা মুজিব আর জয়বাংলা বলে চিৎকারও করেনা।

এই দশটি ডেঞ্জারাস কারনে কওমীরা আবুলমালের দৃষ্টিতে ডেঞ্জারাস।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313534
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৪০০০ কোটি টাকা যেমন টাকাই না নাই তেমনই কওমি মাদ্রাসা ডেঞ্জারাস!!
তবে মনে হয় তার টাক টা ডেঞ্জারাস!!
313541
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কাচামালদের প্রতিহত করার জন্য এই পোস্ট গুরুত্বের Good Luckঅনেক অনেক ধন্যবাদ
313543
০৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৭
সত্যলিখন লিখেছেন :

313549
০৭ এপ্রিল ২০১৫ রাত ১১:২২
আবু জান্নাত লিখেছেন : একদম সত্যকথা। জাযাকাল্লাহ খাইর ভাইয়া। আপনাকে হাজার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
313571
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কথা ঠিক তবে সবাই মানতে পরেনা..... আমরা কয়জন মানলে শাহাবাগীরা মানতে রাজি নহে।
313580
০৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৩০
স্বপন২ লিখেছেন : চমৎকার লেখা। চালিয়ে যান। এম,এন,হাসান
ভাইকে খুজে নিয়ে আসেন। উনি খুব ভাল লিখতেন। তাই ওনাকে খুজে বের করেন।
313592
০৮ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ , অনেক ধন্যবাদ
313609
০৮ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৪
কাহাফ লিখেছেন :
মন্দের আধিক্য যেখানে,ভাল কেও অন্য দৃষ্টিতে দেখবে মন্দ লোকেরা এটাই স্বাভাবিক!
কাওমী মাদ্রাসার অনুপস্হিতি বাংলাদেশ কে জাহান্নাম বানাবে দুনিয়াতেই!!
313636
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৪
খান জুলহাস লিখেছেন : ধন্যবাদ না দিয়ে পারলাম কই? ধন্যবাদ।
১০
313740
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন :
“এনজিও প্রতিনিধিদের সাথে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে ২৬ থেকে ২৮ হাজার কওমি মাদরাসা আছে। আলিয়া মাদরাসাগুলো সরকারি সহায়তায় চলে। কিন্তু কওমি মাদরাসা পদ্ধতি ভয়াবহ বিপজ্জনক। এরা সরকারি অনুদান নেয় না। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি না। তাই তাদের নিয়ে সরকার কতটুকু করতে পারে সেটা চিন্তার বিষয়। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে"৷

মাননীয় মন্ত্রীর কাছে কিছু প্রশ্ন

কওমী মাদরাসায় কথায় কথায় খুনখারাবি হয় না৷

ধর্ষণের সেঞ্চুরী এবং তার সেলিব্রেশন হয় না৷

লম্পট,

চরিত্রহীন,

দুর্নীতিবাজ,

ছিনতাইকারী,

টেন্ডারবাজ,

মিথ্যাচার,

প্রতারণা,

এসবই আপনাদের তথাকথিত আধুনিক ডিজিটেল শিক্ষাপ্রতিষ্ঠানে শেখানো হয়৷

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতেকলমে অস্ত্র চালনা, শিক্ষকদের গায়ে হাত তোলা, ইভটিজিং, বহুগামিতা সব আপনাদের সেক্যুলার শিক্ষাপ্রতিষ্ঠানে সগর্বে শিক্ষা দেয়া হয়৷

আপনার ভাষায় বুঝা যাচ্ছে, আলিয়া মাদরাসাকে পদাবনত করার পর আপনারা কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থা ধ্বংসের নীলনকশা আঁটছেন৷ কিন্তু লাভ নেই৷ ইলমে নববীর ধারা নিয়ন্ত্রণ অথবা সংকোচনের অপচেষ্টা করলে আপনাদের হাত পুড়ে যাবে৷



০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২২
254885
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সবই ঠিক আছে কিন্তু ক্ওমি মাদরাসার কিছু গোরামী আমাকে অবাক করে ।
তারা সরকারের টাকা নেয়না কিন্তু এলাকার সরকারী এবং বিরুধী দলের নেতা , মদখোর জুয়াখোর , চোর বাটপারদের টাকা নেয়ার জন্য অসহায় হয়ে তাদের কাছে ধরনা দেয় । তাদের বিরুদ্ধ ে যায়ে এমন কোন মাসআলা দেয় না !
১১
313893
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সবই ঠিক আছে কিন্তু ক্ওমি মাদরাসার কিছু গোরামী আমাকে অবাক করে ।
তারা সরকারের টাকা নেয়না কিন্তু এলাকার সরকারী এবং বিরুধী দলের নেতা , মদখোর জুয়াখোর , চোর বাটপারদের টাকা নেয়ার জন্য অসহায় হয়ে তাদের কাছে ধরনা দেয় । তাদের বিরুদ্ধ ে যায়ে এমন কোন মাসআলা দেয় না !

বাংলাদেশে থেকে বাংলায় েএবং মুসলিম হিসেবে আরবীতে তাদের গুরুত্ত কম থাকল্ওে উর্দু ফার্সিতে ভরা তাদের বেই ।

এই দুইটি ভাষার গুরুত্ব ্ওই দেশ দুটি ছাড়া আর কোথা্ও আছে??

তা হলে কেন বাংলা েইংরেজী এবং আরবীতে গুরুত্ত কম, ??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File