জেগে উঠ স্বাধীনতা...(কবিতা)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৬ মার্চ, ২০১৫, ০৮:৫৬:২২ সকাল
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাও
স্বাধীনতা... আমার জানাজা পড়তে দিও জনতাকে
স্বাধীনতা... ভোট দিতে দিও র্নিবিঘ্নে
স্বাধীনতা... ক্রসফায়ার গুমকে লাথি দাও
আর বিনাওয়ারেন্টে গ্রেফতারকেও।
স্বাধীনতা... মা বাবা ভাই বোন প্রিয়তমার সাথে ঈদ করতে দিও
স্বাধীনতা... উন্মত্ত যৌবনা সদ্যবিধবার দু:খ বুঝ কি!
স্বাধীনতা... আল্লাহভীরু ললনাদের চোখের পানি মুছে দিও
স্বাধীনতা... ভিন্নমতের কারনে সদ্য পিতাহারা খোকাখুকুর কান্না থামাও
স্বাধীনতা... নিশ্চিন্ত মনে ঘরবাড়িতে থাকতে দাও।
স্বাধীনতা...মজলুমের মামলার জট আর দেখতে পারিনা।
স্বাধীনতা... পুলিশের ঘুষ খাওয়া দেখতে চাইনা।
স্বাধীনতা... মিথ্যা ইতিহাসের টুটি চেপে ধর।
স্বাধীনতা... আমাকে ডায়েসে জায়গা দাও
স্বাধীনতা... আমার পত্রিকাটাকে বাচতে দাও টিভিটাকে গান গাইতে দাও।
স্বাধীনতা... আমাকে আমার মতের বই লিখতে দাও
সেই বই প্রকাশ করতে দাও পাঠকদের পড়তে দাও।
স্বাধীনতা... এক করে দাও হিন্দু মুসলমান ১৭ কোটি জনতাকে।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথিত স্বপক্ষরা এসেছিলো মাঝরাতে
দিয়েছে দামী তোড়া, ফুলের তবক
ওরা তোমায় অর্ঘ দিয়েছে
লোভী-দেবী বানিয়েছে;
আর আমাকে ওরা বিপক্ষ বানিয়েছে
বিচার করবে বলে, দিয়েছে ধমক!
কথাগুলো স্বাধীনতার সাথে ভাল শোনালেও জুলুম অত্যাচারের সাথে যায় না, এইসব মাথায় রেখে জুলুম অত্যাচার কখনই সম্ভব নয়, অতএব এসব হবেই!
মন্তব্য করতে লগইন করুন