আপনিও সমাজ পরিবর্তন করবেন বটে!
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ মার্চ, ২০১৫, ১১:৫২:৫৪ সকাল
আপনিও সমাজ পরিবর্তন করবেন বটে!
আপনি মানুষের মনন পরিবর্তন করতে চান সমাজ পরিবর্তন করতে চান আর দাওয়াতের ময়দানে মানুষের ময়দানে বিরূপ আচরন দেখলে বা অনাকাংখিত আচরন পেলে ক্ষেপে উঠবেন, রেগে যাবেন, নাক মুখ খিচিঁয়ে বিরক্তিতে নিজেকে গুটিয়ে নেবেন, কারো মোবাইল কল ধরবেননা, বিরূপ কমেন্ট পেলে কোন কোন গ্রুপ থেকে লিভ করবেন, কাউকে ব্লক আনফ্রেন্ড করবেন, কাউকে এভয়েড করবেন, কারো সাথে দেখা করতেই আপনার প্রচুর ভয়, পরিচয় নিয়ে লুকোচুরি করেন, নিজেকে গোপন রাখার প্রানান্তকর চেষ্টা করেন, বিতর্কিত হতে চাননা, গায়ে রিস্ক লাগাতে চাননা, পরিশ্রম করতে চাননা, ব্যক্তিত্বের অমোঘ প্রটোকল মেইনটেইন করেন, গায়ে ঘাম লাগাবেননা, সবধরনে মানুষের কাছে বারবার ছুটে যাবেননা, পড়তে চাইবেননা, কুসুমাস্তীর্ণ জীবন চাইবেন আবার মানুষও আপনার হোক চাইবেন, যুদ্ধ না পার্কে বেড়ানো আয়েশী জীবন চাইবেন, অর্থ কষ্ট থাকবেনা আবার বিপ্লবও করবেন, চেহারা ঝকমকে রাখতে চাইবেন, ক্লান্ত শ্রান্ত কোনভাব চেহারায় কখনোই লাগাতে চাইবেন না....
হায়রে সমাজ চিন্তক ও পরিবর্তনকামী!...দিবাস্বপ্নের আতুঁর ঘরে পড়ে থাকবে তোমার বিপ্লব প্রেম। ঐই চাওয়ার আবেগ পর্যন্তই তুমি। শীতাতপ নিয়ন্ত্রিত অফিস বা বৈদ্যুতিক পাখার নীচেই তুমি শোভনীয়। ইতিহাসের পাতা বা জনগনের হৃদয়ে তুমি নও। তোমার শোভা তুমি তে। জনতার মাঝে নয়।
বিষয়: বিবিধ
৯৬৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আন্দোলনের পথে, পরিবর্তনের পথে এই ক'টা বিষয় ত্যাগ করা অপরিহার্য পূর্ব শর্ত।
আপনার কথায় সেসব হাইব্রিড চিন্তাশীল মানুষদের জন্য টনক নড়ে তবেই এই লিখার স্বার্থকতা!
মন্তব্য করতে লগইন করুন