কেন পড়তে হবে?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ মার্চ, ২০১৫, ১১:৩১:৩০ রাত

কেন পড়তে হবে?

কাউকে পড়তে হবে কাউকে গড়তে হবে। কাউকে গড়তে গড়তে পড়তে হবে। পড়তে পড়তে গড়তে হবে। কাউকে কাউকে জানার পরিধি ঈর্ষনীয় পরিমান বাড়াতে হবে। জ্ঞানই শক্তি। জ্ঞান সবসময় নেতৃত্ব দেয়। সমস্যা সমাধানের জন্যে পড়তে হবে। প্রয়োজনের আলোকে পড়তে হবে। মৌলিক বিষয়গুলো পড়তে হবে। অন্যরা কি করছে পড়ছে তা পড়তে হবে। নিজে কতটুকু কম জানি তা জানতে পড়তে হবে। সঠিক পরিকল্পনা নেয়ার জন্যে পড়তে হবে। আগামীর সভ্যতা বিনির্মানের জন্যে পড়তে হবে। আগে কি ভুল ছিল কারা কি জন্যে ভুল করেছে তা জানার জন্যে পড়তে হবে। ভুলের পুনরাবৃত্তি রোধে পড়তে হবে। নিজেকে আত্ববিশ্বাসী করার জন্যে পড়তে হবে। ঝড় মোকাবেলার পদ্ধতি জানার জন্যে পড়তে হবে।সফল যারা কেমন তারা জানার জন্যে পড়তে হবে। জয়ী হওয়ার জন্যে পড়তে হবে।

বিষয়: বিবিধ

৮৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307556
০৭ মার্চ ২০১৫ রাত ১২:২৭
লোকমান বিন ইউসুপ লিখেছেন : করতে করতে পড়েন। পড়া অনেক প্রকার। ঠেকে ঠকেও পড়া হয়। অভিজ্ঞতাও পড়া। সাহচর্যও পড়া। শুধু বই পড়া যে পড়া তা কিন্তু নয়। ভ্রমনও বড় পড়া। দেখা হল বড় পড়া।
307561
০৭ মার্চ ২০১৫ রাত ০২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
307565
০৭ মার্চ ২০১৫ রাত ০২:৪০
আফরা লিখেছেন : জী ভাইয়া পড়ার কোন বিকল্প নেই ।
০৯ মার্চ ২০১৫ রাত ১২:৩৪
249019
লোকমান বিন ইউসুপ লিখেছেন : জ্বী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File