পারিবারিক বন্ধন উন্নয়ন আন্দোলন কিভাবে হতে পারে?
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০১ মার্চ, ২০১৫, ১০:৪৬:০৭ সকাল
পারিবারিক বন্ধন উন্নয়ন আন্দোলন কিভাবে হতে পারে?
--------------
ফ্যামিলি বন্ডিং ডেভেলাপমেন্ট মুভমেন্ট (Family Bonding Development Movement (এফবিডিএম-FBDM/ফেবুডেম-FeBoDeM)
আমাদের শহর গুলোতে এক পরিবারের সাথে অন্য পরিবারের সম্পর্ক নেই বললেই চলে। কিন্তু মানুষ সামাজিক জীব। তাদের চলার পথে সুখে দু:খে বিপদে আপদে সহযোগী দরকার। তাই পারিবারিক বন্ধন বড় করার বিকল্প নেই।
কিন্তু কিভাবে?
নৈতিক মান সম্পন্ন চৌদ্দটি পরিবার নিয়ে কাজ শুরু করা যেতে পারে। প্রত্যেকটি ফ্যামিলি আরো দুটি করে ফ্যামিলিকে বন্ডিংয়ে নিয়ে আসতে পারেন। এভাবে নেটের আওতায় ৪২ টি ফ্যামিলি এসে যাবে।
১.জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে ক,খ,গ ফ্যামিলি মিলে ক এর বাসায় খাওয়ার দাওয়াতের আয়োজন করা যেতে পারে। (গ্রুপ-১)
২.মার্চ-এপ্রিল মাসে ক,খ,গ ফ্যামিলি মিলে খ এর বাসায় খাওয়ার দাওয়াতের আয়োজন করা যেতে পারে।
৩. মে-জুন মাসে (ক,খ,গ ফ্যামিলি=গ্রুপ-১, গ্রুপ-২,গ্রুপ-৩, গ্রুপ-৪,গ্রুপ-৫, গ্রুপ-৬,গ্রুপ-৭ মিলে কোন উপলক্ষে একটি রেস্টুরেন্টে দাওয়াতের আয়োজন করা যেতে পারে। এতে ২১ টি পরিবারের একটি সম্মিলন ঘটবে।
এভাবে গ্রুপ ৮ থেকে ১৪ মিলে একই পন্থায় কাজ করে আরেকটি রেস্টুরেন্টে কোন উপলক্ষে দাওয়াতের আয়োজন করা যেতে পারে। এতে আরো ২১ টি পরিবারের একটি সম্মিলন ঘটবে। প্রত্যেক গ্রুপ একই পদ্ধতির প্রোগ্রাম ও মোটিভেশান পাবে। বছরে মোট ছয়টি প্রোগ্রাম।
সতর্কীকরন: এই পদ্ধতি গ্রামের জন্যে, অশিক্ষিত, কম সংস্কৃতিমনা পরিবারে কাজ না করার সম্ভাবনা আছে।
কেন দরকার?
১. রাসুলের সা: এর চল্লিশ প্রতিবেশী ধারনার বাস্তবায়নের জন্যে।
২. খারাপ সমাজের ভিতরে ভাল কমিউনিটি ডেভেলাপ করার জন্যে।
৩. বিদ্যামান পদ্ধতিতে কোন মানুষকে ১৩/১৪ বছরের আগে মোটিভেশানের আওতায় আনা যায় না বিধায় ফ্যামিলি মোটিভেশানের আওতায় আনলে মোটিভেশান সমস্যা দুরীভূত হবে।
৪. এখানে বিদায় মূলতুবী বহিষ্কার নেই।
৫. আনন্দঘন নৈতিক আন্দোলন সুত্রপাত করার জন্যে।
৬. জীবন জগত ও নৈতিক সব ধরনের মোটিভেশানের জন্যে।
৭. শিশু, প্রবীন, নারী অর্থাৎ সকল বয়সের মানুষ মোটিভেশানের আওতায় আনার জন্যে।
৮. অরাজনৈতিক ফ্লাটফরম হওয়ায় সকল ধর্ম বর্ণ লিঙ্গ দল মতবাদ নিয়ে কাজ করার সুযোগ আছে।মনে রাখতে হবে ভাল হওয়া সবার দরকার।
৯. সামাজিক গাথুঁনি সুদৃঢ় করার জন্যে। কারন ফ্যামিলি গুলো প্রত্যেক সদস্য একে অপরের সাথে সুন্দর নৈতিক প্রেমময় বন্ধনে বেড়ে উঠবে।
১০. নৈতিক ও দক্ষ জনশক্তির বৃদ্ধিতে দেশ পরিবর্তনের জন্যে।
সম্ভাব্য সমস্যা:
১. পরিবারের বিভিন্ন সদস্যর মননের উপর কাজ করতে পারে এই রকম ভাল টেক্সটবই নেই।
২. নতুন আন্দোলনের ভাল বক্তা নেই।
৩. মানুষ চরমভাবে রাজনৈতিক দলান্ধ।
৪.পরিবারগুলোতে ফ্রাংকলি/বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই।
৫. পরিবারগুলোতে গনতান্ত্রিকতার চর্চা নেই।
৬. নৈতিক মান সম্পন্ন আগ্রহী ১৪ টি ফ্যামিলির অভাব বা খুজে বের করার সমস্যা।
৭. হেজিটেশান ।
৮. ধৈর্য ও দুরদৃষ্টির অভাব।
৯. নতুন পদ্ধতির দিকে মানুষের যেতে চাওয়ার মানসিকতার অভাব। মানুষ নতুন ও পরিবর্তনে ভয় পায়।
১০. প্রচলিত ধর্মীয় গোঁড়ামী।
১১. উদার ফ্যামিলির অভাব।মানুষের আত্বকেন্দ্রীক মনোভাব।
১২. ফ্যামিলি বন্ডিংয়ের প্রফিট না বুঝা।
১৩. সম্ভাব্য অনৈতিক গ্রুপের থ্রেড।
১৪. অরাজনৈতিক ফ্যামিলির অভাব।
১৫. মানুষ, স্রষ্টা, সমাজ, দেশের প্রতি ভালবাসার অভাব।
১৬. অর্থনৈতিক সহযোগিতার অভাব। পরোপকারী না হওয়া।
১৭.পরিবার গুলো এক জায়গায় বসবাস না করা এবং বিভিন্ন জেলা থেকে এক জায়গায় হওয়া। আঞ্চলিকতা সমস্যা।
১৮. পরিবারের কর্তাদের ফোর্স করার / চাপিয়ে দেয়ার প্রবনতা।
১৯. কর্তাদের রাগের মাত্রা বেশী থাকা ও গনতান্ত্রিক মানসিকতার না হওয়া। মতের সেক্রিফাইস কম থাকা।
২০. সবাইকে ভাই ভাই বা বোন বোন বা ভাই বোন বা একই পরিবারের ভাবতে না পারা।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফলে পরিবারের লোকগুলোর মধ্যে বাড়ছেনা ভাব
লেখা সুন্দর হয়েছে লা জওয়াব
মন্তব্য করতে লগইন করুন