ব্যক্তিগত সম্প্রীতি নয় প্রজেক্ট বেইসড সম্প্রীতি হবে আগামীর পথ চলার পাথেয়।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২৬:১০ সকাল

ব্যক্তিগত সম্প্রীতি নয় প্রজেক্ট বেইসড সম্প্রীতি হবে আগামীর পথ চলার পাথেয়।

সব দল, সব মত, সব লিঙ্গ, সব বর্ণ, সব ধর্মের সাথে কাজ করার মত উদার মন থাকতে হবে। আল্লাহ বনী আদমকে সম্মানিত করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি।

আপনাকে এমন একটা কৌশল ডেভেলাপ করতে হবে যা দিয়ে ম্যাচিউরডদেরও কনভিন্স করা যায়। আপনি যদি ছোটদের প্রায়োরিটি দেন তবে রেজাল্ট পাবেন ৫০ বছর পর। আর কম সময়ে দৃশ্যমান কিছু দেখতে হলে ছোটদের কনভিন্স করার কাপুরুষতা থেকে সরে এসে দেশের মানুষের দিকে তাকাতে হবে। ছোটরাও থাকবে তারা আগামীর সভ্যতা রচনার জন্যে।

ধরুন । আজকের কাজে প্রায়োরিটির জন্যে নয়।

যদি ঢাকা শহরের বেশিরভাগ ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার, বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক, ভাল স্কুল শিক্ষক, চাটার্ড একাউন্টেন্ট,আইসিএমএবি, ল'ইয়ার,ইমাম,লেখক, ফ্যামিলি, তরুনী, ভাল রেজাল্টকারীরা, ক্রিয়েটিভ ইয়াংগাই, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, নিম্মবিত্ত আর ভিভিআইপিরা আপনার হয় তখন ঘটনা কি হতে পারে?

আপনাকে ধরে নিতে হবে মানুষ বুঝে... আপনার থেকে কম বুঝেনা। সুতরাং নবমদশম, ইন্টার আর অনার্স ফাস্ট ইয়ার দিয়ে খেলাখেলি না করে ম্যাচিউরডদের দিকে দৃষ্টি দিন। ব্যক্তিগত সম্প্রীতি নয় প্রজেক্ট বেইসড সম্প্রীতি হবে আগামীর পথ চলার পাথেয়। চলমান সিস্টেমের উচ্চশিক্ষিতরা অবশ্যই আদর্শ নাগরিক। তবে তারা আপনার কাংখিত মননের না। তাদের মননে কাজ করলে তারা আপনার পক্ষে বিদ্যুৎ চমকের মত ক্লিক করে উঠবে।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304575
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশের সামাজিক অবস্থায় সম্প্রিতি যথেষ্ট আছে। কিন্তু তা আর্থিক সমস্যার কাছে পরাজিত হয়।
304604
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File