দাদা জেঠা ও আমার সময়ে নয়নকাড়া অষ্টাদশীরা

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:১৩:০৮ সন্ধ্যা

দাদা জেঠা ও আমার সময়ে নয়নকাড়া অষ্টাদশীরা:

আপনার দাদাকে জিজ্ঞাসা করুন।তার সময়ে নৈতিকতার মানদন্ডে তরুনীরা কেমন ছিল??? জেঠাকে জিজ্ঞাসা করুন তার সময়ে তরুনীরা কেমন ছিল??? আজকের তরুনীদের সাথে সেই সময়ের টগবগে অষ্টাদশীর পার্থক্য কেমন ছিল? বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীন শিক্ষকটির কাছে জিজ্ঞাসা করুন গত চল্লিশ বছরে তার চোখের সামনে কি হয়ে গেল???

এইবার ভাবুন আগামী দশবছর পর তরুনীদের অবস্থা কি কি হতে পারে? বিশ ত্রিশ চল্লিশ বছর পরে কি হতে যাচ্ছে এই দেশে???

ট্রেনের চেইনটি কেহ টেনে ধরছেন না।

অবস্থা এমন চলতে থাকলে আগামী দিনের লড়াইটা হবে নারী বনাম ইসলামপন্থী পুরুষ।

তরুনীদের কাংখিত সেন্টার থেকে ডেভিয়েট হয়ে যাওয়ার মূল ক্ষতির শিকার যুবকরা। কারন এদের নিয়ে তাদের ঘর করতে হবে। এদের মানসিকতা আচরন চরিত্র যুবকদের বেসামাল করে দেবে। তরুনীদের অনাকাঙ্খিত বৈশিষ্ট্য আমাদের আগামীর প্রজন্ম/ শিশুকে শেষ করে দেবে। আমাদের পরিবারগুলোকে শেষ করে দেবে। সমাজকে অস্থিতিশীল করে দেয়া জন্যে তরুনীদের বদলে যাওয়া যথেষ্ট। বিপদ ধেয়ে আসছে। কে আছ রাহবার???

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304486
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
304512
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একজন সাইকেল চালান তরুনি(শামিম শিকদার) কে দেখে আহমদ ছফা একটা উপন্যাস লিখে ফেলেছিলেন।
এখনও তারা শুধু হেলফি আর ভিডিও লিক এর বিষয়।
304629
১৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
হতভাগা লিখেছেন : নারীদের অগ্র যাত্রায় ঈর্ষান্বিত হয়ে গেছেন মনে হয় । চোখে সর্ষে ফুল দেখছেন ?

আমরা নারী ,সবই পারি

না এর চেয়ে নারীর শক্তি বেশী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File