শীতকালের গ্রামের বাড়ি ...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১০ জানুয়ারি, ২০১৩, ১২:৩৭:১৪ দুপুর



শীতকালে গ্রামের বাড়ি মানে

মিষ্টি খেজুর রস ,ভাপা পিঠা

আর ভেজা বালি মাটির রাস্তা

শিশিরভেজা মাঠঘাট আর ফসলের জমি।



শীতকালে গ্রামের বাড়ি মানে

সকালে কুয়াশা আর সূর্য্যমামার মিতালী

সকালের রোদে দাড়িয়ে প্রবীনজনদের খোশালাপ

রাতে চায়ের দোকানের আবাল বৃদ্ধ ভনিতার

গরম রাজনৈতিক আলাপ।





শীতকালে গ্রামের বাড়ি মানে

বিকালে খেলার মাঠে কিশোর তরুনদের উচ্ছলতা

গ্রামের পাড়া প্রতিবেশী মহিলাদের কুশল জিজ্ঞাসা

"বাবা কখন এসেছ?"



শীতকালে গ্রামের বাড়ি মানে

ছোট ছোট ছেলে মেয়েরা পাশে ঘুর ঘুর করা।

কি জানি কি তাদের অভিব্যাক্তি!



শহরে থাকি বলে হয়ত অদ্ভূত মনে করে

কিভাবে যে বুঝায় আমিও তোমাদের মত

গ্রামের কাদামাটির গন্ধ শুকেঁ শুকেঁ বড় হয়েছি

এখানেই আমার ধ্যান জ্ঞান আর মনপ্রান।

বিষয়: বিবিধ

৪০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File