ভাবনা হোক পৃথিবীর নারীদের জন্যে।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৭:৫৩ রাত
ভাবনা হোক পৃথিবীর নারীদের জন্যে।
নারীদের এমন একটি গ্রুপ চাই
১.যারা নারী সমাজের সমস্যা নিয়ে ভাববে স্বতন্ত্র ও মানবীয় দৃষ্টিকোণ থেকে। ফ্যানাটিক ও দর্শনের পাগলরা সমাজ পরিবর্তন করতে পারবেনা। তারা কাজ করে যাবে অনেক... অর্জন হবে কম। অর্জনগুলোও বারবার বিরোধী চাপে ফিকে হয়ে যাবে।
২.সীমার ভিতরে থেকে গতানুগতিকতাকে না বলবে নারীদের সেই গ্রুপ।
৩.সেই গ্রুপটি হবে নৈতিকতাকে প্রমোট করার জন্যে।এই নৈতিকতা কিছুটা ধর্মীয় কিছুটা প্রথাগত কিছুটা আইনগত। নারীদের সেই গ্রুপটি মৌলিক মানবীয় গুনাবলী প্রমোট করবে।
নারীর উচ্ছলতা ও সুরুচিবোধগুলো গুরুত্ব দিবে। নাবোধক মোটিভেশনের পরিবর্তে হাঁবোধক মোটিভেশান চালাবে। জীবনকে নিরানন্দ না করার জন্যে।
৪.গ্রুপটিকে কাজ করতে হবে ভবিষ্যত ভাল মা তৈরীর জন্যে। ৫.ভাল জীবনসঙ্গী তৈরী করার জন্যে। ৬. গুড পেরেন্টিং শিখানোর জন্যে। ৭.ফ্যামিলি নেটওয়ার্ক ডেভেলাপ করার জন্যে।৮.পৃথিবীর জার্নিতে একে অপরকে শিখানোর জন্যে ৯.সহযোগীতা করার জন্যে।
১০.সেই গ্রুপটি নারী অধিকার নিয়ে কাজ করার জন্যে।
১১.নারী কোন কোন দৃষ্টিভঙ্গীতে আরামবোধ করছে না তা খুজে বের করার জন্যে।
১২.গ্রুপটি নারী শিক্ষা বিস্তারের জন্যে।১৩.নারী কর্মসংস্থান উৎসাহিত ও সহনশীল নারী কর্মপরিবেশ তৈরীর জন্যে।
১৩.গ্রুপটি নারীর অর্থনৈতিক নিরাপত্তা তৈরীর লক্ষ্যে নারীকে নিরাপদ কর্মসংস্থানমূখী করার জন্যে।
১৪.চরম পুরুষতান্ত্রিক সমাজের যে বিষয়গুলো তাকে বিব্রত করতে পারে তা নিয়ে সচেতনতা তৈরী দৃষ্টিভঙ্গী তৈরী ও বাচানোর জন্যে।
১৫.জীবনের জার্নিতে বাস্তবতার আলোকে কাউন্সিলিং করার জন্যে এবং ১৬. নারীর প্রত্যেকটি বিষয়ে খোলামেলা ভাবে ভাবার জন্যে।১৭. নারীস্বাস্থ্য সহ কাবিন, মীরাসী সম্পত্তি ,ঈদগাহ মাসজিদে নারীর অংশগ্রহন নিশ্চিত করানোর জন্যে।
আমাদের ভাবনা হতে হবে পৃথিবীর নারীদের জন্যে।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না। এর জন্য ব্যবস্থা করা। চালিয়ে যান খুব
ভাল হয়েছে। এম,এন, হাসান ভাই ব্লগে আসেন না। উনি আমাদের সবার গুরু।
মন্তব্য করতে লগইন করুন