আওয়ামী শিক্ষাবোর্ডের নেয়া এসএসসি পরীক্ষায় অন্ধকার হয় শিক্ষার আলো।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৩:২৬ সকাল

আওয়ামী শিক্ষাবোর্ডের নেয়া এসএসসি পরীক্ষায় অন্ধকার হয় শিক্ষার আলো।

-----------------------

এসএসসি পরীক্ষার দরকার কি? স্কুলের নেয়া টেস্ট পরীক্ষায় পাস করছে মানে এসএসসি পাশ করে ফেলেছে। স্কুলের স্যারদের নেয়া পরীক্ষাতে মেধা যাচাই হয়। আওয়ামী শিক্ষাবোর্ডের নেয়া পরীক্ষায় এসএসসির প্রশ্ন মোবাইলে ফ্সেবুকে ইন্টারনেটে আগাম বাসায় চলে যায় ফলে সারা দেশে এ+ এর বন্যা বয়ে যায়। যে এ+ এর বন্যাতে অন্ধকার হয় শিক্ষার আলো। কবর রচিত হয় দেশের আগামী দিনের কর্নধার হয়ে উঠার সম্ভাবনা।

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302405
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০৬
sarkar লিখেছেন : আপনার পরামর্শ টা নিলে খারাপ হয়না। অনেক ধন্যবাদ।
302432
০১ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৫
প্রেসিডেন্ট লিখেছেন : নাহিদ ননগ্র্যাজুয়েট শিক্ষামন্ত্রী। তার কথাতেই সেটা প্রমাণিত। কিছুদিন আগে সে বলেছিলঃ “ছাত্রাবস্থায় হলে আগুন লাগায় আমার উচ্চশিক্ষার সব সার্টিফিকেট পুড়ে গেছে। সেই থেকে আমার উচ্চশিক্ষার কোন সার্টিফিকেট নেই।” প্রশ্ন হলো- ছাত্রাবস্থায় সে উচ্চশিক্ষার সার্টিফিকেট পেলে কিভাবে? এরা যে আহম্মক সে বোধটিও এদের নেই।
302445
০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৮
হতভাগা লিখেছেন : খালেদা জিয়া নিজে তো এস.এস.সি. পাশ করতে পারে নাই ! তাই অন্যের ছেলে মেয়েরাও যাতে পাশ না করতে পারে সে জন্য পরীক্ষার সময় হরতাল দিয়েছে ।

উনার কথা হল '' আমি পাশ করতে পারি নাই তাই তোরাও পাশ করতে পারবি না ''
302468
০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনিতেই জিপিএ-৫ এর ছড়াছড়ি!!
এতএত পরিক্ষা নিয়ে আর কত মশকারি!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File