আওয়ামী শিক্ষাবোর্ডের নেয়া এসএসসি পরীক্ষায় অন্ধকার হয় শিক্ষার আলো।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৩:২৬ সকাল
আওয়ামী শিক্ষাবোর্ডের নেয়া এসএসসি পরীক্ষায় অন্ধকার হয় শিক্ষার আলো।
-----------------------
এসএসসি পরীক্ষার দরকার কি? স্কুলের নেয়া টেস্ট পরীক্ষায় পাস করছে মানে এসএসসি পাশ করে ফেলেছে। স্কুলের স্যারদের নেয়া পরীক্ষাতে মেধা যাচাই হয়। আওয়ামী শিক্ষাবোর্ডের নেয়া পরীক্ষায় এসএসসির প্রশ্ন মোবাইলে ফ্সেবুকে ইন্টারনেটে আগাম বাসায় চলে যায় ফলে সারা দেশে এ+ এর বন্যা বয়ে যায়। যে এ+ এর বন্যাতে অন্ধকার হয় শিক্ষার আলো। কবর রচিত হয় দেশের আগামী দিনের কর্নধার হয়ে উঠার সম্ভাবনা।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনার কথা হল '' আমি পাশ করতে পারি নাই তাই তোরাও পাশ করতে পারবি না ''
এতএত পরিক্ষা নিয়ে আর কত মশকারি!!
মন্তব্য করতে লগইন করুন