অশ্লীলতা:
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩১ জানুয়ারি, ২০১৫, ০১:২০:৫৭ দুপুর
অশ্লীলতা:
একজনের কাছে অশ্লীলতা একেক রকম।কুরআন ও সহীহ হাদীস হচ্ছে অশ্লীলতা নির্ধারনের মানদন্ড। প্রথা যেহেতু বিবেচনার বিষয় সেহেতু অশ্লীলতারও একটা সুনির্দিষ্ট আইনী সংজ্ঞা দরকার। আইএনআইবিতে একজন ভাই রাজশাহী থেকে মন্তব্য করেছেন রাস্তায় বউয়ের হাত ধরে হাঁটা অনুচিত।এটা আমার কাছে খুব করে উচিত। এটা তার কাছে অশ্লীলতা আমার কাছে ভালবাসা। ঢাবির অনার্স প্রথম বর্ষের এক এসোসিয়েট স্টেটাস দিল হিজাব করা মেয়েরা তার কাছে ফিতনা। কিন্তু আমার কাছে হিজাবীরা মুসলিম সংস্কৃতির প্রতীক। হিজাব সেই ভাইয়ের ভিতরে শিহরন জাগায়। আসলে ইসলামের নারী পুরুষ রিলেশান বিষয়ের গভীরে ঢুকার চেষ্টা করে মনে হল ইসলাম চায় নিরাপদ দুরত্ব যাতে শিহরনটার অস্তিত্ব থাকে যাতে অধিক মেশার কারনে নারী-পুরুষের পারস্পরিক সৌন্দর্যটা স্বাভাবিক ও ম্লান হয়ে না যায়। কারন অধিক মেলামেশায় শ্রদ্ধা ও শিহরন দুইটাই নষ্ট হয়।তাতে সংসার ও সমাজ স্থিতিশীলতা হারায়। সুতরাং তার কাছে হিজাবীদের ঘরে ঢুকিয়ে রাখা ঠিক। আর আমার কাছে পৃথিবীতে রমনীদের নিরাপদ ও শালীন বিচরন করা ঠিক। তার কাছে যেটা অশ্লীলতা আমার কাছে সেটা অধিকার।
যদিও তার ও আমার আদর্শ একই ও দুইজনই একই শিল্পকারখানার আউটপুট ।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন