অবরোধ ঢাকা অবরোধ

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৬ জানুয়ারি, ২০১৫, ১১:২৯:৪৯ রাত

অবরোধ ঢাকা অবরোধ

----

হে লেডি হিটলার বিরোধীরা

হাজারো লাইসেন্সধারী অস্ত্রবাজ ছেয়ে আছে ঢাকায়

তোমাকে গুলি করবে বলে

তোমার আন্দোলন ছবি অতীত ইতিহাসের সাথে নাও মিলতে পারে

কোটি মানুষের গিজগিজে গিঞ্জি শহর ঢাকা

খেটে খাওয়া মানুষ প্রান হাতে করে খাদ্যের সন্ধানে ঘুরে ফিরে।

ঢাকায় গাড়ি আর মানুষ দেখে দমে যেওনা

ঢাকার রাস্তার মানুষের আত্বাও তোমার

হতাশ হয়োনা ঢাকায় প্রবেশ আর বাহির তোমার হাতে

ঢাকায় গাড়ি চললে চলুক টিভি তোমার বিপক্ষে বললে বলুক

সারা বাংলাদেশ আজ তোমার....

বিষয়: বিবিধ

৮৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300472
১৭ জানুয়ারি ২০১৫ রাত ০৪:০১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মাজলুম জনতার সাথে আল্লাহর সাহায্য আছে সকলের উচিৎ আল্লাহরই সাহায্য কামনা করা।
300503
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫২
300505
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৯
হতভাগা লিখেছেন : জনগনের জান ও মালের নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সরকার ঠিক তাই তাই করবে ।

বাংলাদেশের জনগন আওয়ামী লীগকে সে কারণেই ক্ষমতায় বসিয়েছে । সেটার ব্যাপারে আওয়ামী লীগ যথেষ্টই ওয়াকেবহাল । এর মধ্যে রাজাকারদের ফাঁসির রায় হয়ে গেছে , এখন শুধু কার্যকর করার অপেক্ষা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File