সভ্যতার দ্বন্ধ নয় বরং সকল সভ্যতার শান্তিপূর্ন অবস্থান নিশ্চিত করা দরকার।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৯ নভেম্বর, ২০১৪, ১০:১৩:৪৫ সকাল

প্রসঙ্গ রাজনৈতিক দল গঠন ও সামাজিক আন্দোলন...

বাংলাদেশে বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা, অলি সাহেবের এলডিপি, ফেরদৌস সাহেবের পিডিপি, ড. ইউনুসের নাগরিক শক্তি, ড. কামালের গনফোরাম, নাজিউর রহমান মনজুর বিজেপি, আনোয়ার হোসেন মন্জুর জেপি, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ সহ সার্বিকভাবে যে সমস্ত নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে তার অবস্থা দেখে বলে দেয়া যায় যে বাংলাদেশকে পরিবর্তন করার জন্যে নতুন রাজনৈতিক দল গঠন যুক্তিসঙ্গত নয়।

তাইলে কি করতে হবে?

ভাল থাকা ভাল হয়ে চলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলমান সহ সকল রাজনৈতিক দলের জন্যে দরকার। সত্য কথা বলা, মিথ্যা না বলা, চুরি না করা, সন্ত্রাস না করা, খুন না করা, বিয়ে বর্হিভূত যৌনতা নয়, ঘুষ না খাওয়া সহ যাবতীয় খারাপ কাজ না করা প্রত্যেক রাজনৈতিকদল ও ধর্মের সদস্যদের প্রয়োজন। সুতরাং বাংলাদেশকে ভাল রাখতে হলে সকল মত পথের উপর কাজ করা যুক্তি সঙ্গত নয়। কারো সাথে যুদ্ধ নয় ভালবাসতে হবে। ভালবাসা দিয়ে জয় করতে হবে দেশ। তবুও সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। সভ্যতার দ্বন্ধ নয় বরং সকল সভ্যতার শান্তিপূর্ন অবস্থান নিশ্চিত করা দরকার।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285886
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সভ্যতার নামে যথন সৃষ্টি হয় অশালিনতার তখন সহাবস্থান সম্বব কিভাবে??
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৮
229406
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সহাবস্থান হতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File