৩০ লাখ শহীদ?
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৬ নভেম্বর, ২০১৪, ১১:০৩:৩০ রাত
৩০ লাখ শহীদ?
আসুন ১৯৭১ এর ২৫ শে মার্চ থেকে ১৫ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত কয় দিন হয় হিসাব করি।
২৫ শে মার্চ ১৯৭১ থেকে ৩১শে মার্চ=৭ দিন
এপ্রিল=৩০ দিন
মে =৩১দিন
জুন=৩০দিন
জুলাই=৩১দিন
অগাস্ট=৩১দিন
সেপ্টেম্বর=৩০দিন
অক্টোবর=৩১দিন
নভেম্বর=৩০দিন
ডিসেম্বর১-১৫=১৫দিন
---------------------------------------------------
সর্বমোট ২৬৬দিন।
৩০লাখ/২৬৬=১১২৭৮(দিনে বারহাজার শহীদ)
একদিনে কি ১১২৭৮ জন নিহত হয়েছে?
মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ ও রাজাকার সংখ্যা জানতে চায় আজকের এই প্রজন্ম।
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাজাকারের সংখ্যা ৫০০০০ এর মত এই বাহিনি গঠন করা হয় আগষ্ট মাসে। এর সাথে ছিল কয়েক ব্যাটালিয়ন মুজাহিদ বাহিনি। ১৩০০০ সদস্যের ইষ্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স তথা ইপক্যাফ। ভালনারেবল পয়েন্ট ফোর্স এবং ইন্ড্রাস্ট্রিয়াল প্রটেকশন ফোর্স নামে দুটি বাহিনি যার সদস্য ছিল ১৫০০ করে। এছাড়া পুলিশ ছিল প্রায় ১৬০০০ যারা স্বাধিনতার পর ও চাকরি করে গেছে নিরাপদে। প্রসঙ্গত রাজাকার বাহিনির স্বয়ংক্রিয় অস্ত্র ছিল ২৭৫ টি লাইট মেশিনগান এবং ৩৯০ টি ষ্টেনগান।
তথ্যসুত্র জেনারেল নিয়াজির আত্মজিবনি।
দিনে ১২০০ জন মরছে কিনা সন্দেহ।
ধন্যবাদ আপনাকে।
বিষয়টা বিতর্কিত শুরু থেকেই! রাজনৈতিক ফায়দা লাভের আশায় কেউ বিষয়টা ক্লিয়ার করে না! সংখ্যাটা ত্রিশ লক্ষ নয় তা নিশ্চিত!
শ্রদ্ধেয় মামুন ভাইয়ের মন্তব্যের সাথে সহমত পোষণ করছি আমিও!
মন্তব্য করতে লগইন করুন