দিক নির্দেশনা: সেকেন্ড এন্ড থার্ড লেবেলরা বেচে থাকুন।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৫ নভেম্বর, ২০১৪, ১২:৫৫:৫৪ রাত

দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে বিদেশে থাকার অভিজ্ঞতা নেয়ার সিদ্ধান্তে আসা উচিত দ্রুত।এখন যুদ্ধ করার সময় নয়। শুধু বেচে থাকার সময়। সম্পদ সেইভ করুন। মেধা সেইভ করুন। আম্পায়ার ভাই ভাল থাকুন। কোচ ভাল থাকুন। লেখক ভাল থাকুন। লেখিকা ভাল থাকুন। সরে থাকুন নড়ে থাকুন। বেচে থাকুন।

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281301
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:০৯
লজিকাল ভাইছা লিখেছেন : ১০০% ঠিক । সহমত
281307
০৫ নভেম্বর ২০১৪ রাত ০১:৩১
মোয়াজ্জেম হুসাইন সায়েম লিখেছেন : সরে গেলে বিপথগামী প্রজন্মকে পথ দেখাবে কারা?
281328
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪২
কাহাফ লিখেছেন :
বাস্তবতায় এমন অনুভূতিই জাগে মনে!কিন্তু তুমুল ঝড়-তুফালে হাল তো কাউকে না কাউকে ধরতেই হবে!!
অনেক ধন্যবাদ Rose Rose Rose
281335
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪১
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : যদি মনে করেন বিদেশ গিয়ে একটি হামাস গড়ে তুলতে পারবে তাহলে ঠিক আছে। গা বাঁচানোর জন্য বিদেশ গিয়ে লুকালে হারিয়ে যাবে।
281357
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
নিরবে লিখেছেন : বিদেশ এসে কি হবে?
দেশে শিবিরের ছেলেগুলা মার খাচ্ছে।তাদের পথ দেখাবে কারা? আসতে হলে গুশ্টিসুদ্ধ আসেন।
281406
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নিরবে লিখেছেন : বিদেশ এসে কি হবে?
দেশে শিবিরের ছেলেগুলা মার খাচ্ছে। তাদের পথ দেখাবে কারা? আসতে হলে গুষ্ঠিসুদ্ধ আসেন।

সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File