কোন প্রি ডিফাইন পথে হেঁটে টিকে থাকা যাবেনা...
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৩ নভেম্বর, ২০১৪, ০১:৫২:২০ দুপুর
কোন প্রি ডিফাইন পথে হেঁটে টিকে থাকা যাবেনা...
আমার মানসিকতা হচ্ছে আমি যেখানে দাড়িয়ে আছি তার পিছনে যাবনা। বড় জোড় ডানে বা বামে হাটা শুরু করতে পারি। তারপর আবার সামনে। ময়দানের জন্যে যা যা দরকার তা তা করে ফেলতে হবে। কোন প্রি ডিফাইন পথে হেঁটে টিকে থাকা যাবেনা। প্রতিদিনই বসতে হয় প্রতিদিন আলোচনা প্রতিদিন চিন্তাভাবনা ও গবেষনা করতে হবে।একে অপরকে মানতে হবে বুঝতে হবে। রিএক্ট করার প্রবনতা কমাতে হবে। ভুল হবে তা নিয়েই সামনে চলতে হবে। একে অপরকে মুহাব্বাত করতে হবে। মনে কষ্ট দেয়া যাবেনা। মত মানানোর জন্যে ভালবাসতে হবে জোর করা নয়। এখানে কারো ব্যক্তি স্বার্থ নেই আছে বৃহৎ স্বার্থ দেশের স্বার্থ উম্মাহর স্বার্থ বাসযোগ্য ধরনী করার স্বার্থ। আমি কোন উদ্যোগ নেব কোন প্রতিক্রিয়া আমার গায়ে লাগবেনা ভাবা স্রেফ বোকামী। আপনার চাকরী যাবে স্টেটাস যাবে। ঘর পর হবে। গ্রাম পর হবে। দেশ পর হবে। জীবন যাবে। আপনি ছাড়া সব কিছু পর হয়ে যাওয়া মানতে না পারলে আপনি আসলে পরিবর্তনের সহযোগী উদ্যোক্তা নন। পরিবর্তনের পথ কুসুমাস্তীর্ন নয়। চেষ্টা করব বিজয় আসলে আসুক আর চেষ্টা করব সাথে বিজয়ী হতেই হবে এই দুই মানসিকতা ভিন্ন প্রকৃতির। ম্যাসিভ চেইঞ্জ আনার মত মানসিকতা না থাকলে আপনি সহযোগী হন উদ্যোক্তা নয়। এই মূহুর্তে উদ্যোক্তার বড় প্রয়োজন।
জ্ঞান, উদ্যেক্তা, অর্থ, সামাজিক যশ, কুসুমাস্তীর্ণ পথ একসাথে পাবেননা। আসুন মানসিকতাকে দৃঢ় করি।
কয়দিন আর বাচব?
আর যে কয়টা দিন বেচে থাকি পৃথিবীর সব কিছু কে পর করে দিয়ে আল্লাহ ও তার সৃষ্টির জন্যে কাজ করি।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
//জামায়াতকে জামায়াত নিয়ে চিন্তা করতে দেন//
//জামায়াতকে জামায়াত নিয়ে চিন্তা করতে দেন//
মন্তব্য করতে লগইন করুন