সামাজিক কল্যানের জন্যে সত্য বেচে থাক শিল্প হয়ে
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৬ অক্টোবর, ২০১৪, ০২:৫৭:২৪ দুপুর
হে জনপ্রিয়তা আমাকে সত্য বলতে দাও...
সত্যের জন্য বিতর্কিত হলেও সমস্যা নেই। সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে। জীবনে যা ঝড় আসবে আসুক। আপনার সত্যচিন্তা আজই সবাই মানুক তা চাওয়ার দরকার নেই। ২০/৫০ বছর পর মানুক না। ক্ষতি কি! জনপ্রিয়তার ১৪ গোষ্ঠীরে লাথি মারি। জনপ্রিয়তা তোমার নিকুচি করি। নির্বাচনী সেন্টিমেন্ট তোমারেও নিকুচি করি। সত্য প্রদীপ জ্বলে থাক। সত্য প্রদীপ অমলিন থাক।চারদিকে সত্য থাক। আসমানেও সত্য জমীনেও সত্য। দুটির মধ্যখানেও সত্য থাক।
দারিদ্রতাকে যদি বরন করতে হয় সত্যের জন্যে তাই হোক।
সত্য শিল্প অনেক সময় ব্যবসা করেনা। ব্যবসা দেখতে গেলে সত্যশিল্প বেচে থাকেনা। সত্য শিল্প ও ব্যবসা কোনটি নেবে যদি এমন প্রশ্ন আসে আমি সত্য শিল্প নেব। যদি দুুটির যুগল উল্লাস থাকে তবে দুটিই নেব।সামাজিক কল্যানের জন্যে সত্য বেচে থাক শিল্প হয়ে। সত্য শিল্প যদি ব্যবসার উপাদান হয় আরো ভাল। সুতরাং সত্যের জন্যে জনপ্রিয়তা কোন মানদন্ড নয়।
বিষয়: বিবিধ
১০৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন