ছাগলের তিন নম্বর বাচ্চা ছিলেন শাহবাগ আন্দোলনে উপস্থিত ও সমর্থক অনেক তরুন ...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ মার্চ, ২০১৩, ১০:৩৫:৩৮ সকাল

আপনি কি শাহবাগ আন্দোলনের সমর্থক ? তাইলে আপনি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন প্লিজ!

১.আপনি কি উদ্যেক্তা ব্লগারদের ব্যাক্তিগত পরিচয় জানেন?

২.আপনি কি উদ্যেক্তা ব্লগারদের রাজনৈতিক পরিচয় জানেন?

৩.আপনি কি উদ্যেক্তা ব্লগারদের রাজনৈতিক ও ব্যাক্তিগত অভিলাষ জানেন?

৪.আপনি কি বাংলাদেশের যুদ্ধাপরাধ আইনটি পড়ে দেখেছেন?

৫.আপনি কি মামলার যুক্তি তর্কগুলো পড়েছেন? পড়লে শুধু কি আওয়ামী পত্রিকা থেকে পড়েছেন?

৬.আপনি কি সত্যানুসন্ধানী হয়ে যুদ্ধাপরাধ মামলার হুবহু যুক্তিতর্ক শুনতে পারতেননা?

৭.আপনি কি যুদ্ধাপরাধ মামলার রায় পড়েছেন?

৮.আপনি কি আসামীদের ব্যাক্তিগত জীবন সম্পর্কে ন্যুনতম আইডিয়া রাখেন?

এবার মুক্তিযুদ্ধের প্রি হিস্ট্রিরী সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করি।

১.আপনি কি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের কারন জানেন?

২.আপনি কি ইংরেজদের ২০০ বছরের শাসনের পদ্ধতি ও ঘটনা জানেন?

৩.আপনি কি জানেন কেন বঙ্গ ভঙ্গ হয়েছিল বা কেনই বা বঙ্গ ভঙ্গ রদ হয়েছিল?

৪.বঙ্গ ভঙ্গ হওয়ার কারনে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন তা কি জানেন?

৫.আপনি কি জানেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে ?

৬.আপনি কি জানেন লাহোর প্রস্তাব কে দিয়েছেন এবং তাতে কি ছিল?

৭.লাহোর প্রস্তাবের সাথে গনতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় দ্বিমত ছিল?

৮.আপনি যে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ চান তার জন্ম ইতিহাস জানেন?

এবার আপনাকে অখন্ড পাকিস্তান নিয়ে কিছু প্রশ্ন করি।

১.আপনি কি জানেন কেন অখন্ড ভারত ভাগ হয়েছিল ?

২.পাকিস্তান আন্দোলনের যৌক্তিকতা কি ছিল ও কারা পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিল ?

৩.সহিংস আন্দোলনে ভারত থেকে ভাগ হওয়া পাকিস্তান দেশের উদ্যোক্তারা কি ভারতের কাছে নিরাপদ ছিল?

৪.বর্তমান ভারত থেকে কি কাশ্মীর আসামের স্বাধীনতা সম্ভব মনে করেন?

৫.যদি না করেন তবে অখন্ড ভারত থাকলে পূর্ব ভঙ্গ বা পূর্বপাকিস্তান কি ভারত থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ হতে পারত?

৬.ভাষা আন্দোলনের পূর্নাঙ্গ ইতিহাস জানেন?

৭.বলেন তো পাকিস্তান এর প্রথম সরকার কারা গঠন করেছিল এবং কেন এর পতন হয়েছিল ?

৮.১৯৫৪ এর যুক্তফ্রন্ট সরকার কেন বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করতে পারিনি?

৯.৬৬ এর ৬ দফার মধ্যে কি স্বায়ত্ব শাসন ছিল নাকি পাকিস্তানের তৎকালীন সরকারের মত মনে করেন যে বিচ্ছিন্নতাবাদ ছিল ?

১০.৬৮ এর আগরতলা মামলা কি ষড়যন্ত্র নাকি সত্যি?

১১.১৯৭০ এর নির্বাচনে শেখ মুজিব অংশ নিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না কি দেশ ভাগ করতে?

এবার মুক্তি যুদ্ধ নিয়ে প্রশ্ন।

১.১৯৭১ সালের ৭ ই মার্চ যদি স্বাধীনতার ঘোষনা হয়েই থাকে তাহলে যুদ্ধের প্রস্তুতি না নিয়ে ইয়াহিয়ার সাথে কোন পিরিতি করতে গিয়েছিলেন শেখ মুজিব?

২.১৯৭১ ২৫ শে মার্চ থেকে ১৫ ই ডিসেম্বর মোট ২৬৪ দিন । এবার ত্রিশ লাখকে ২৬৪ দিয়ে ভাগ করেন । উত্তর কত ? ১১৩৬৩.৬৩ জন । প্রতি দিন কি ১২ হাজার বাঙ্গালী মারা গিয়েছিল ?

৩.১৯৭০ এর নির্বাচনের আলীগের মেনিফেস্টোতে কি ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক রাষ্ট গঠনে আলীগের কোন অঙ্গীকার ছিল?

৪.স্বাধীনতা যুদ্ধের সময়ে মেহেরপুরের বৈদ্যনাথ তলার মুজিবনগর সরকারের সময়ের কোর ডিকলারেশন ছিল সেকুলারিজমের জন্য?

৫.১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ কত পারসেন্ট ভোট পেয়েছিল?

৬.স্বাধীনতা যুদ্ধের সময়ে তাজউদ্দিন ভারতে সাথে যে ৭ দফা চুক্তি করেছিল তাতে কি ছিল আপনি কি তা জানেন ?

৭.১৬ ডিসেম্বর পাকিস্তান সেনার আত্বসমর্পনের দিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল আতাউল গনি ওসমানী কই ছিলেন কিছু জানেন?

এবার ৭২-৭৫ নিয়ে কিছু প্রশ্ন ।

১.শেখ মুজিব ১৯৭৫ এর ২৫ শে জানুয়ারী একদলীয় শাসন বাকশাল কেন হয়েছিল? বাকশাল যদি যৌক্তিক হয় তাহলে একদলীয় স্বৈরাচার জেনারেল ইয়াহিয়ারা অযৌক্তিক হয় কেমনে?

২.শেখ মুজিব কেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল ? ধর্মের সাথে উনাদের সমস্যা কোন জায়গায়?

সবশেষে দুটি প্রশ্ন ?

১.ব্রিটিশ থেকে পাকিস্তান ভারতের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধের দরকার হয়নি । আলোচনার মাধ্যমে সম্ভব হয়েছিল। কিন্তু আমরাও কি আলোচনা চালিয়ে রক্তপাত এড়িয়ে স্বাধীনতা লাভ করতে পারতাম না বা চেষ্টা করতে পারতাম না?

২. পাকিস্তানের প্রথম সরকার বাঙ্গালী গঠন করা সত্তেও পূর্বপাকিস্তানের সমস্যার সমাধান হয়নি কেন?

আরও অনেক প্রশ্ন ছিল । এই যে ধরেন

১.স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার আলবদর আশশামছ বাহিনী গঠনের মুল সহযোগিতা কারী পূর্ব পাকিস্তানের সব ডিসি টিএনওর বিচার হবে কি?

২.পাকিস্তানের প্রতি আনুগত্য পোষনকারী ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত আওয়ামী এমপিদের বিচার হবে কি?

৩.চীনপন্থী কমিউনিস্ট যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের বিচার হবে কি?

৪.১৯৭০ এর মুসলিম লীগের যে সব নেতা এখন আলীগে আছে তাদের বিচার হবে কি?

যাক সেসব কথা ! আপনি যদি কোন ইতিহাস ই না জানেন তবে ছাগলের ৩ নম্বর বাচ্চার মত আপনি শাহবাগের আন্দোলনে গিয়েছিলেন কোন দু:খে? আর শাহবাগ সমর্থক হয়েছিলেন ই বা কোন দু:খে?

আপনার দেশপ্রেমকে পুজিঁ করে আন্দোলন করে সেকুলাররা চায় একজনের দোষ অন্যজনদের দিয়ে ইসলামিস্টদের শেষ করে দেয়ার রাস্টীয় কিলিং মিশনে আপনাকে অংশ গ্রহন করাতে । আপনি বুঝে হোক না বুঝে হোক শাহবাগের আন্দোলনে উপস্থিত ও সমর্থক হয়ে আপনিও একজন খুনী । আপনিওএকজন খুনি । খুনী... খুনি ...খুনি ...খুনি ...। রাস্ট্রীয় কিলিং মিশনের খুনীদের বিচারের মুখোমুখিতে আপনি যেন না পরেন । সেই দোয়াই করি।



ওহহো ,...আর ২টি প্রশ্ন ভূলেই গিয়েছিলাম।

আর তা হল জয় বাংলা যদি রাষ্টীয় শ্লোগান হয় তবে উপজাতিদের ভাষা তো বাংলা না। এ ব্যাপারে আপনার মত কি?

"আমি কি তুমি কি

বাঙ্গালী বাঙ্গালী "

এই শ্লোগান যদি রাষ্ট্রীয় হয় বা দলের হয় তবে পাহাড়ী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অপমান করা নয় কি?

বাঙ্গালী জাতি সত্ত্বার পরিচয়ের জন্য পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ হল সেখানে " জয় বাংলা " আর "আমি কি তুমি কি - বাঙ্গালী বাঙ্গালী " শ্লোগান দিয়ে পাবর্ত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদকে উসকে দিচ্ছিনা?

যাক ভাল থাকবেন।

বিষয়: বিবিধ

২১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File