দেশের শীর্ষস্থানীয় একজন ইসলামী স্কলারের বাসা থেকে ফিরলাম...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৮ অক্টোবর, ২০১৪, ১০:২৮:০৪ রাত

দেশের শীর্ষস্থানীয় একজন ইসলামী স্কলারের বাসা থেকে ফিরলাম...

মাসখানেক আগের কথা। একটি লেখার সুত্রধরে

মুরুব্বী বললেন দেখা করতে যাওয়ার জন্যে। পরীক্ষা ও অন্যান্য কাজে সময় করতে পারিনি। আমার আমাদের চিন্তাধারার উপর মুরুব্বীর জাজমেন্ট নেয়ার জন্যে ব্যক্তিগত যোগাযোগের তালিকাতে এমনিতেই তিনি ছিলেন । বৃহস্পতিবার মুরুব্বীকে কল দিয়ে আজ শনিবার বিকাল ৫টায় সময় নিলাম। মালিবাগ ৪.৩০ সবাই একত্রিত হলাম।একজন দুরে থাকাতে তাকে মৎস্যভবন থেকে গাড়িতে পিক করে নেয়া হল। পথিমধ্যে সামান্য ফলমূল কিনলাম। ডেলিগেট ফি টা নির্ধারন করেছিলাম তাই। নিরাপত্তাজনিত কারনে ডেলিগেট সংখ্যা কমিয়ে চলে গেলাম মুরুব্বীর বাসায়।

আসরের সালাত মুরুব্বীর বাসায় জামায়াতে আদায় করলাম। তারপর কথা শুরু হল।

মুরুব্বী বললেন

১.৭১ আলীগ ও পাকিস্তান আর্মির ক্রিয়েশান। এদেশের ইসলামী শক্তির ক্রিয়েশান নয়। এদেশের ইসলামী শক্তিকে ৭১দিয়ে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে।

২. একটি "বিদেশী সংস্থা" অযৌক্তিকভাবে ইসলামকে প্রতিপক্ষ করছে।

৩. নেতৃত্বের কোয়ালিটি এনশিওর করা যায়নি।

সার্বভৌমত্বের ধারনা নিয়ে কাজ করার সুযোগ আছে বললেন। বললেন এদেশে ইসলামের নাম নিয়ে রাজনৈতিক দল গঠন করে কাজ হচ্ছে। ইসলামের নাম না নিয়ে কেহ রাজনৈতিক দল গঠন করে ইসলামের কাজ করছেনা। তাবলিগের মডারেট ভার্সান নেই। জামায়াত আর তাবলিগের মধ্যবর্তী টাইপ সামাজিক আন্দোলন হতে পারে। সাংস্কৃতিক বা বৃদ্ধিবৃত্তিক কয়েকটি স্বতন্ত্র সামাজিক আন্দোলন একসাথে চলতে পারে। ইসলামিক গ্রাম মডেলের কথা মুরুব্বীকে বললাম। ফ্যামিলি নেটওয়ার্ক সর্ম্পকে মুরুব্বীকে বললেন টিমের একজন। নিজের মান ধরে রাখার বিষয়ে পরামর্শ চাইলেন একজন। ফেইথ ইনস্ফায়ার্ড ...ফেইথ বেইসড এর ব্যপারে পরামর্শ চাওয়া হলে তিনি সংখ্যাগরিষ্ঠের স্বার্থকে ভাবার পক্ষে মত দেন। ব্যক্তিগত সম্প্রীতি স্থাপন এর বদলে আমি প্রজেক্ট ভিত্তিক কাজের মাধ্যমে সম্পর্ক ও নৈতিক আন্দোলনের প্রতি অনুরক্ত করার পদ্ধতির দিকে মনোযোগ আকর্ষন করলাম। প্রত্যেক ধর্মের কমন ভ্যালুসের ব্যপারেও বললাম।

উপস্থাপনার বিচিত্র ঢংয়ের মাধ্যমে স্রষ্টার বানীকে সকল মত পথ

ও বর্নের মানুষের কাছে পৌছানো সম্ভব বলে বললাম। মুরুব্বী বললেন অঞ্চল ভিত্তিক কাজের কথা যা আমাদের ক্লাব নেটওয়ার্কের সাথে মিলেছে।

মুরুব্বী বললেন জ্ঞানের জন্যে

কয়েকটি কাজ করে ফেলতে হবে

১.কুরআনের জ্ঞান অর্জন

২.সীরাত পাঠ

৩.বাংলা ভাষায় আছে এমন ইসলামী মৌলিক বই পড়া।

তারিক রামাদান, মাওলানা ইউসুফ আল কারদাভী, তাহা জাবির আলআলওয়ানী, জাকির নায়িক, খুররম জাহ মুরাদ, আবদুল হামিদ আবু সুলাইমান সহ আধুনিক ইসলামী রাইটারদের পড়তে বললেন। মুরুব্বীর লেখার ফটোকপিতো দিলেনই।

***''''''''''''''''''''''''''''''''''' ***

বললেন সংসারের জৌলুস নিয়ে হুড়োহুড়ির দরকার নেই। দুনিয়াদার হওয়া যাবেনা। আস্তে আস্তে হলে হবে। না হলে নাই।

একটি প্রসঙ্গে বললেন "আল্লাহ বনী আদমকে সম্মানিত করেছেন।" এটি একটি কাজের ক্ষেত্র।

ইখওয়ানের পারিবারিক ইউনিট, তুরস্কের সেক্রিফাইস ও সার্ভিসের কথা উঠে আসে।

মুরুব্বী বললেন

মিডিয়া তোমাদের না। এটা বিশাল কাজের ক্ষেত্র। মুরুব্বী দোয়া করলেন। বললেন তোমরা পারবে।

আমি শুরুতেই মুরুব্বীকে বলেছি রাজনীতির বাইরে থেকে একটি সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার কথা। মুরুব্বী বললেন কোরটিমকে ক্লিয়ার থাকতে হবে সে কি করতে চায়। স্বপ্নীল ভূবন এবং বাস্তবতার সমন্নয় সবসময়ের জন্যে জরুরী।

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275785
১৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৫২
আল মাসুদ লিখেছেন : চাচা অসাধারণ একজন মানুষ। আমি তাঁর স্টাডি সার্কেলের স্টুডেন্ট ছিলাম। দেশের বাইরে আসার আগে এধরনের অনেক পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাঁর হায়াত দারাজ করুক।
275790
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০৩
সুশীল লিখেছেন : চাপাবাজি কম করেন । জামাতিরা এখন সব চেয়ে ভোগবাদী
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০৮
219701
আল মাসুদ লিখেছেন : সুশীল, আপনার কথা সম্পূর্ণ ঠিক নয়। হ্যাঁ অনেকে ভোগবাদী ঠিক তবে যে লোকটার কথা বলেছেন, তিনি আসলে অতি সাধারণ। তাঁর বাসায় আমি অনেক অনেকবার গিয়েছি। অনেক কথা বলার সুযোগ হয়েছে। জানিনা তাঁর সাথে কথা বলেছেন কিনা বা ধেখা করেছেন কিনা।তবে আমি নিশ্চিত তাঁর সাথে দেখা করলে তাঁর ব্যাপারে আপনার মন্তব্য পরিবর্তন হবে। ধন্যবাদ আপনাকে।
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
219714
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমি জামাতি নই।
275792
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কার কথা লিখেছেন স্পষ্ট করে লিখলে ভাল হতো। কথা শুনে যার কথা মনে হচ্ছে তার যোগ্যতা এত বেশি যে তার উপর এই সরকারও বেশি বাড়াবাড়ি করতে সাহস পাবেনা।
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:১১
219702
আল মাসুদ লিখেছেন : জ্বি ভাই, চেষ্টা করিনি তা নয়। তবে পারিনি। বাংলাদেশের মানুষ তাঁর অবদানকে অস্বীকার করতে পারবে না।
275794
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সারাংশটা খুব ভালো লাগলো


কোরটিমকে ক্লিয়ার থাকতে হবে সে কি করতে চায়
স্বপ্নীল ভূবন এবং বাস্তবতার সমন্নয় সবসময়ের জন্যে জরুরী।


আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:১২
219703
আল মাসুদ লিখেছেন : ভাই শষ্যের ভিতরে ভূত আছে। অনেকে হতে দিবে কিনা আমি সন্দিহান।
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৫২
219716
আবু সাইফ লিখেছেন : উনি যে বাগান তৈরী করেছেন তা একদিন সারা বিশ্বকে ফুলে-ফলে-ঘ্রাণে মোহিত করবে- ইনশাআল্লাহ এতে কোন সন্দেহ নেই!!
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪০
219763
আল মাসুদ লিখেছেন : ঠিক বলেছেন, এখনই শুরু হয়ে গেছে। একজন মানুষ ইচ্ছা করলে অনেক কিছূ পারে। সবই পারে কিন্তু আমরা বুঝি না।
275813
১৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৩২
সায়িদ মাহমুদ লিখেছেন : এমন সব উদ্যেমি সপ্নিল কাজ গুলো আগবাড়িয়ে করছেন জেনে খুব ভাল লগাছে "লোকমান ভাইয়া" চট্রগ্রামে কখন আসছেন।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪২
219765
আল মাসুদ লিখেছেন : ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
275850
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৯
মনসুর আহামেদ লিখেছেন : আমি আলবদর বলছি।
অথবা জামাত রিসার্স পর্ব।
বইটা পড়েছেন। পড়লে বুঝবেন। ইসলামী আনন্দোলনের অন্তরালে।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪১
219764
আল মাসুদ লিখেছেন : ভাই, কোন লিংক থাকলে দিতে পারেন।
275917
১৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৪
ছাপোষা লিখেছেন : Bhai, Lokta ke Jante pari??
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৭
220054
লোকমান বিন ইউসুপ লিখেছেন : দিই নাই মানে জানার দরকার নাই।
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫০
220065
আল মাসুদ লিখেছেন : ছাপোষা, কিছু কথা থাকনা গোপন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File