আপনার ছেড়ে যাওয়া একটি ইতিহাস
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫১:২৩ সকাল
আপনার ছেড়ে যাওয়া একটি ইতিহাস
হয়ত হতে পারে আপনার ছেড়ে যাওয়া ছিল জাতির মুক্তির লক্ষ্যে কাজ পাগলদের ছেড়ে যাওয়া।
আগামীর দিনগুলো বলে দেবে হয়ত আপনার চোখে আঙ্গুল দেখিয়ে। ওয়াল্লাহু আ'লাম।
আপনার ছেড়ে যাওয়া ছিল হয়ত আপনার ভিতরে একটি বাকশালী ভূত যা আপনি ধরতে পারেননি।
আপনার ক্ষেপে যাওয়া আবু জেহেলের কাজ ছিল শুধু আপনি আত্ববিশ্বাসী ছিলেন যে আপনিই সঠিক।
কোন বড় কাজ তৈরী করে ছোট কোন ফোটা আবার ছোট কাজ তৈরী করে বড় কোন চিত্র এবং মানচিত্র।
মানুষ আশরাফুল মাখলুকাত তার জন্যে কোন নির্দিষ্ট ঘরে জন্ম নেয়া বা কি কাজ করে তার গুরুত্ব কম বৈকি..
এতিম মুহাম্মদ থেকে বিশ্বনবী রাষ্টনায়ক মুহাম্মদ সা: এবং রাখাল মুহাম্মদ থেকে দুনিয়া কাপানো আদর্শ পুরুষ মুহাম্মদ সাঃ তারই প্রমান।
ব্যতিক্রমতাকে সমসাময়িক সময় টুটি চেপে ধরাটাই জঘন্য যেভাবে জঘন্য মাতৃগর্ভ থেকে সন্তান প্রসবকালে মেরে ফেলা।
জাতির মুক্তির লক্ষ্যে কাজ পাগলদের আল্লাহ কবুল করলে আপনার শত্রুতা নিশ্চিতই ব্যর্থ হবে।
হয়তবা অপেক্ষা করতে হবে হাশরের জন্যে সে দিন মহান আল্লাহই যথেষ্ট।
আপনাকে আর জনমতকে কুর্নিশ করিনা।
আপনার আর জনমতের মালিককে ভয় করি।
একটি নৈতিক ও বৈষয়িকতায় ভরা সভ্যতার ভূমিষ্ট ধ্বনি শুনতে পাই।
এসো তাকে বরন করি।
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত
মন্তব্য করতে লগইন করুন