সামাজিক আন্দোলনের জন্যে একটি কমন প্লাটফরম কি জরুরী?
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৫:২৭ সকাল
সামাজিক আন্দোলনের জন্যে একটি কমন প্লাটফরম কি জরুরী?
সামাজিক আন্দোলন আসলেই একটি কম্প্রিহেনসিভ বিষয়। প্রত্যেকে তার জায়গা থেকে জনমত প্রভাবিত করার জন্যে কাজে নেমে গেলেই হয়। একটি কমন প্লাটফরম খুব জরুরী না।
তবে লোকজন ভিন্ন পদ্ধতি এপ্লাই করে কাজ করার জন্যে উৎসাহিত হবে কেন? কি কাজ তারা করবে?
এই কারনে আপনি বুদ্ধিবৃত্তিক গ্রুপ থেকে পাইলট প্রজেক্ট নিতে পারেন এবং যা সফল হলে দেশের লোকজনকে বলবেন ...দেখেন এই কাজ করে আমরা সফল হয়েছি তাই আপনারাও এটা করতে পারেন। তাই একটি ছোট প্লাটফরম দরকারও। বিভিন্ন জায়গা থেকে সবাই গ্রীন ডট ক্রিয়েশান করলে একটি বৃত্ত গ্রীন হয়ে যেতে বেশী সময় নিবেনা।
আপনাকে সব সময় ভাবতে হবে একটি পদ্ধতি কাজ করছে । আমরা আরো কত উপায়ে এই কাজটি করতে পারি। দেখতে হবে উপায়গুলোর মধ্যে কোনটি কম সময় নেয় এবং কম জনশক্তি নেয়।
প্রশ্ন থেকে যায় বুদ্ধিবৃত্তিক গ্রুপটি কিভাবে তৈরী হবে। একজন বিশেষ কোয়ালিফাইড পারসন এটা করতে পারে অথবা কোন কলেজের কোন ছেলে মেয়ে ব্যতিক্রম কথা বলছে তার থেকে আইডিয়া ধার করা যেতে পারে। আইডিয়া একজায়গায় করে মেরিট সম্পন্ন আইডিয়াগুলো এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। ব্যর্থতাও একটি শিক্ষা।কেন ব্যর্থ হলাম প্রশ্নের ভিতরে সফলতা লুকায়িত।
সর্বোপরি মনে রাখতে হবে জাতির মুক্তির লক্ষ্যে বিশুদ্ধ নিয়তে কাজ করলে মহান আল্লাহ কারো না কারো থেকে খেদমত কবুল করবেনই।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে কোন বিষয়েকেই পুর্ণতায় পৌছাতে হলে প্লাটফরম জরুরী,কমন হতে হবে এমন নয়।
সুন্দর উপস্হাপনার সাথে একমত পোষণ করছি।
অনেক ধন্যবাদ আপনাকে.....।
ইসলামী আন্দোলনের উপর লিখছেন।
মন্তব্য করতে লগইন করুন