স্রষ্টার নিকট আশা বিষন্নতা দুর করে আর মৃত্যু চিন্তা করে নির্লোভ মানসিকতার।
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩১:২৩ রাত
অনেক মানুষের সাথে অনেক মত পথের সাথে মিশা হল। ভাল মানুষ পাওয়ার জন্যে ইসলামের দিকে ফিরা ছাড়া ইসলামের উপর নির্ভর করা অন্য কোন বিকল্প নেই। বিকল্প হলে হতে হবে ইসলামের সাথে সমতার নীতিতে অঘোষিত কোন পদ্ধতির। আপনিও চাইলে বিভিন্ন মত পথ ও বিভিন্ন টাইপ মানুষের সাথে মিশে আবার ইসলামপন্থীদের সাথে কাছ থেকে মিশে আমার ফিলিংসের সত্যতা খুজতে পারেন।
মানুষ আটোমেটিক ভাবে সত্য দ্বারা নিয়ন্ত্রিত না হলে তাকে ভাল রাখার কোন পথ নেই। স্রষ্টাভীতিই একমাত্র মানুষকে ভাল রাখতে পারে। মননে স্রষ্টাভীতি তৈরী দীর্ঘ মোটিভেশানাল প্রক্রিয়া। দীর্ঘদিন স্রষ্টা চর্চা হয় এমন পরিবেশে থাকার মধ্যে দিয়ে স্রষ্টার নিয়ম মানা ও স্রষ্টার প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতাবোধ তৈরী হতে পারে। মানুষের চাহিদা অনেক। এই চাহিদা পূরনে মানুষ নিরন্তর ছুটতে থাকে। সব চাহিদা পূরন হয়না। এই চাহিদা পূরন না হওয়াতে মানুষ বিষন্নতায় পড়তে পারে বা ভোগতে পারে। তখনি দরকার হয়ে পড়ে স্রষ্টার প্রতি নির্ভরতা। স্রষ্টার প্রতি নির্ভরতা না থাকলে মানুষের আত্ববিশ্বাস ক্ষয়িঞ্চু হয় ম্রিয়মান হয়। আশা নিয়ে ছুটে চলে মানুষ। আশা জীবনের রক্ত। এই আশা পূরনের ভার দিয়ে রাখতে হয় নিজের অস্তিত্ব থেকে অনেক বড় কোন সর্বশক্তিমানকে। স্রষ্টার নীতি মানতে বাধ্য করানোর মধ্যে নিরানন্দতা তৈরী হতে পারে। এই জন্যে আমি গৃহপালিত ঈমানদার তৈরীকে ভাল মনে করিনা। জীবন নদীর বহমান স্রোতে গুনাহ মিশে যাবে। গুনাহ মোছনের জন্যে আবার যেতে হয় স্রষ্টার দরবারে।ছোট ভুলকে তাই স্রষ্টা ছোট হিসেবেই দেখে। বড় ভুল সকল ধর্ম ও জাতির কাছে বড় ভুল হিসেবে বিবেচিত হয়েছে। একজন সেকুলার খুনী একজন ধার্মিক খুনীর মধ্যে পার্থক্য নেই। ধর্ম নীতির সমষ্টি মাত্র। তার মৌলিক ও বাধ্যতামূলক অংশ ছাড়া বাকী কিছুকে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যা সমাধানের জন্যে ছাড় দিলে ধর্ম সমস্যা মনে করেনা। মনে রাখতে হবে স্রষ্টা মানুষকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। বস্তুত মৃত্যু চিন্তাই মানুষকে একমাত্র নিলোর্ভ মানসিকতার দিকে আহবান করতে পারে। তা না হলে মাৎস্যন্যায় হয়ে পৃথিবী তার মানবিকতা হাঁরাতো প্রেম হাঁরাতো।।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৃত্যু চিন্তাই মানুষকে একমাত্র নিলোর্ভ মানসিকতার দিকে আহবান করতে পারে।
স্রষ্টার নীতি মানতে বাধ্য করানোর মধ্যে নিরানন্দতা তৈরী হতে পারে। এই জন্যে আমি গৃহপালিত ঈমানদার তৈরীকে ভাল মনে করিনা। জীবন নদীর বহমান স্রোতে গুনাহ মিশে যাবে" - খুব ভালো লাগল কথাগুলো।
সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যাদ।
জাজাকাল্লাহু খাইর।
মৃত্যুর চিন্তা আর পরকালের ভিতিই কেবলমাত্র মানুষকে মানুষত্য বোধ রেখে চলতে বাধ্য করতে পারে।
মন্তব্য করতে লগইন করুন