সোশ্যাল মুভমেন্টের ধরন ও সোশ্যাল মুভমেন্টের সাথে অন্যদের সম্পর্ক কি হবে?

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৬ আগস্ট, ২০১৪, ০৩:৫৮:১৭ দুপুর

সোশ্যাল মুভমেন্টের ধরন ও সোশ্যাল মুভমেন্টের সাথে অন্যদের সম্পর্ক কি হবে?

(পরামর্শ কমেন্ট করুন)

উত্তর:

সবাই উদ্দেশ্যের আনুগত্য করবে।

পরিপূরক ও অটোনোমাস।

আলাপ সাপেক্ষে নীরব নিরাপদ দুরত্ব ।

অন্যরা রাজনৈতিক আমরা সামাজিক।

প্রচার বিমূখ এবং নীরবে কাজ করে যাওয়া।

প্রতিবাদ বিমূখীতা।

বুদ্ধিবৃত্তিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন।

জাতি ধর্ম বর্ন সবদল তথা মানবতার জন্যে কাজ।

নারী, নিম্মবিত্ত, শ্রমিক, ভিভিআইপি, পি এন্ড পি, মিডিয়া ও সংস্কৃতি, শিক্ষা অগ্রাধিকার। (মধ্যবিত্ত নয়)

অনেক সিস্টেমের ট্রেক্সট বই বেশী আমাদের হবে কম।

আমাদের সিস্টেমের অভ্যন্তরীন পরিবেশ হবে আনন্দদায়ক ।

ভাবগম্ভীর হবেনা।

সিস্টেম কঠিন হবেনা এবং গুনাহগাররাও ঠাই পাবে।

আস্তিকতায় মিশন।

সিভিলাইজেশান তৈরী হবে ভিশন।

উদ্দেশ্যকে সামনে রেখে একক নয় হাজার লক্ষ সংগঠন তৈরী।

প্রথমে সম্প্রীতি স্থাপন নয় বরং প্রজেক্ট দিয়ে সম্পর্ক তৈরী করা।

তারপর ব্যক্তি সমর্থক থেকে পরিবারকে সমর্থক বানানো।

নেচারাল লিডার তৈরী। ছাত্রজীবনে বেশী কাজ মূখ্য নয় কর্মজীবনই মূখ্য।

গুনাহগার হলেও দক্ষতা ও সেবা নেতৃত্ব দেয়ার জন্যে বিবেচিত হবে।

তবে হারামকে কোনভাবেই গ্রহন করা হবেনা।

রাষ্ট ক্ষমতা লক্ষ্য হবেনা।

নৈতিকমান সম্পন্ন ও দক্ষ লোক তৈরী।

জীবনমান উন্নয়ন করা।

একটা গ্রুপ হবে একজন স্কলার। নলেজ অলওয়েজ লীড।

সেল্ফ ব্রান্ডিং

একই প্লাট ফরমে আনা নয়।

বিষয়: বিবিধ

৯২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258466
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
আবু সাইফ লিখেছেন : ট্রায়াল এন্ড এরর মেথডে
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
202148
লোকমান বিন ইউসুপ লিখেছেন : এক্সপ্লেইন করুন।
258484
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
আবু সাইফ লিখেছেন :
উদ্দেশ্যকে সামনে রেখে একক নয় হাজার লক্ষ সংগঠন তৈরী।


প্রথমে সম্প্রীতি স্থাপন নয় বরং প্রজেক্ট দিয়ে সম্পর্ক তৈরী করা।



এসব সংগঠন/প্রজেক্টের সবগুলো-ই সফল হবেনা! আবার সফলগুলোর সাফল্যের মানও একরকম হবেনা! একটির অভিজ্ঞতা ও পর্যাবেক্ষণ অপরগুলোতে রিলে করতে হবে!

এমনকি কোন কোনটা বন্ধ করে দিতে হতে পারে বা বিএমআরই করাও যেতে পারে!


২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৭
202174
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনার ফেবু লিংক দিন...

https://www.facebook.com/ShakillArSalan
258488
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা প্রবাদ আছে "এভরি অ্যাটেম্পট টু ইউনিফাইড দ্য রিলিজিয়ন ইজ ওনলি অ্যাডেড টু দেয়ার নাম্বার"।
সেভাবে ইউনিফাইড স্যোসাল মুভমেন্ট উইল মেক এ নিউ পলিটিক্যাল পার্টি। তার উদাহরন আর্য সমাজ থেকে বিজেপি,গুলেন মুভমেন্ট কিংবা তাহির উল কাদরি।
যেটা দরকার প্রয়োজন বা উদ্দেশ্য ভিত্তিক স্যোসাল মুভমেন্ট।যেমন কেউ এতিমদের নিয়ে কাজ করবে। কেউ চিকিৎসা। কেউ পরিবেশ। কেউ শিক্ষা। কেউবা আর্থিক সহায়তা।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৬
202173
লোকমান বিন ইউসুপ লিখেছেন : //যেটা দরকার প্রয়োজন বা উদ্দেশ্য ভিত্তিক স্যোসাল মুভমেন্ট।যেমন কেউ এতিমদের নিয়ে কাজ করবে। কেউ চিকিৎসা। কেউ পরিবেশ। কেউ শিক্ষা। কেউবা আর্থিক সহায়তা। //

এগ্রি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File