কমপ্লিমেন্টারী সোশ্যাল প্রোগ্রাম (সিএসপি) কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প:

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২১ আগস্ট, ২০১৪, ১২:০০:৩০ দুপুর

কমপ্লিমেন্টারী সোশ্যাল প্রোগ্রাম (সিএসপি) কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প:

----------------

(এখনো সিএসপি সদস্যরা ডোনেট করছেন। কোন একসময় হয়ত শুভাদের দান নিতে হবে তাদের।সামাজিক আন্দোলনের একটি স্ট্রাকচার তৈরীতে তারা প্রানপন চেষ্টা করছেন)

আগামী কাল ফ্রি মেডিকেল ক্যাম্প। ভাইয়েরা কিছু মেডিসিনও ম্যানেজ করেছেন। সিএসপির ডাক্তারগ্রুপের কাছে রোগীদের ডাটাবেজ সংরক্ষিত থাকবে। টেস্ট যারা করাতে পারবেনা তাদের চ্যানেলের মাধ্যমে টেস্ট করাতে সহায়তা দেয়া হবে। রোগী চ্যানেলের মাধ্যমে টেস্ট রিপোর্ট পাঠিয়ে দিলে ডাক্তার ভাইয়েরা নিজে বা এক্সপার্টদের সহায়তায় প্রেসক্রাইভ করবেন। লোকাল আয়োজক রোগীর জন্যে আরও যতটুকু করা যায় ততটুকু করবেন ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আলটিমেট টার্গেট হল কোন একসময় এই দেশের চিকিৎসা ব্যবস্থার পরিবেশ উন্নততর করা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনগনের ধারনা পরিবর্তন করে দেয়া।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256674
২১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
256702
২১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File