দুই হিন্দুমেয়ে...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৩ আগস্ট, ২০১৪, ০৫:২৩:০৩ বিকাল

দুই হিন্দুমেয়ে...

গতকাল অফিস থেকে বের হয়ে গলির ভিতরের গরীবি বেশভূষার চায়ের দোকানে বসলাম। ট্রায়ার্ড ছিলাম অনেক। গরম ডালপুরী ভাজা হচ্ছে তাই খাওয়ার অপেক্ষায়। দুটি পিচ্চি মেয়ে চা নাস্তা করছে।বয়স এসএসসি+ সম্ভবত। গল্প করছে পাশের বুড়ো একজনকে নানা নানা ডেকে।ওদের গল্প থেকে শুনলাম দুই বান্ধবী মহিলা ম্যাচে থাকে । একজনের মাথায় সিদুর দেখে কপাল কুচকে গেল আমার। তার মোবাইলে একটি ছেলের কল আসল।ছেলেটিকে বলল সে তার বান্ধবীকে নিয়ে আসবে। চালচলন কথার ধরন বাহ্যিকতায় বুঝা যাচ্ছে নিম্মমধ্যবিত্ত।

পাশের আরেক যুবক শান্ত ও বাচাল মেয়েটির সাথে ভাব জমানোর চেষ্টা করতে থাকল। তাদের আলাপচারিতায় শুনলাম তার জামাই ৫/৬ টা টিউশনী করে আর ইউল্যাবে ফার্মেসীতে পড়ে।দুইজন দুই জায়গায় থাকে বাসা ভাড়া নেয়ার টাকা নেই বলে। বাড়ি থেকে সাপোর্ট খুবই অল্প।

মেয়েটি গল্প করছে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে। কিছুটা প্রেম । মেয়েটা বলল সঙ্গী একজন দরকার তো!

অফটপিক: ছেলে মেয়েদের জৈবিক চাহিদার কথা অভিভাবকেরা বিবেচনায় না নিলে ও ছেলে মেয়ের সাথে কিছুটা হাসিখুশি ইজি কিছুটা খোলামেলা হতে না পারলে একদিন দেখা লাগতে পারে "ছেলে মেয়ে আপনার নেই"।

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253951
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
ভিশু লিখেছেন : Surprised Surprised Surprised
Day Dreaming Day Dreaming Day Dreaming
253970
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
253977
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
শাহজাদা ইয়ামেন লিখেছেন : খুবই ভালো লাগলো, তবে মা বাবার দেওয়া এরেঞ্জ ম্যারেজ এর চেয়ে আমি মনে করি নিজেদের বিয়েটাই ভালো অন্তত নিজেকে কিছুটা সময় হলেও সুখি রাখতে পাড়বে ।
253987
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উন্নতি না অবনতি!!!!!
253995
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
কুয়েত থেকে লিখেছেন : কি আর বলা যায়। আপনাকে ধন্যবাদ
254013
১৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৫২
সজল আহমেদ লিখেছেন : মন্তব্য করার মত কিছু রাখলেন না সব নিজেই বলে ফেলেছেন ।
254061
১৩ আগস্ট ২০১৪ রাত ১১:০১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তারপরও মেেয়েটিকে সাধুবাদ জানায় কারন সে বিয়ে করেছে। অনেকেই আছে বিয়ে না করেও এসব করে যাচ্ছে
254097
১৪ আগস্ট ২০১৪ রাত ১২:৫০
একপশলা বৃষ্টি লিখেছেন : সহমত ইমরুল কায়েস ভাই।
254123
১৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৭
কাহাফ লিখেছেন : এমনি হয়...........।সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File