এই ঈদে ভুলে যেতে চাই কাপুরুষ কা'নারী হুমকীবাজদের...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৬ জুলাই, ২০১৪, ০৮:৫৯:২০ রাত

এই ঈদে ভুলে যেতে চাই কাপুরুষ কা'নারী হুমকীবাজদের...

নফল নামাজ পড়ার চেয়ে আমার ইসলামী অধ্যয়ন প্রিয়। পুরো রমজান মাস জুড়ে সফরের কারনে আমার এই মাসে অধ্যয়ন চরম ব্যহত হয়েছে। তবুও ম্যনার এন্ড এটিকেটস নিয়ে একটা বই পড়েছি। ইসলামী নৈতিকতা ও আচরন বইটির উপর চোখ বুলিয়েছি। সময়ের যে কত দাম তা চারপাশকে বুঝানো যায় না। চাকরি হচ্ছে অর্ডার মানা। আমার এমনিতেই আনুগত্যের গুন কম। ভুল দেখলে ধরে বসি।ভ্রমনের জন্যে অনেক মানুষ আছে। তবুও আমার সফর করতে হল। অল্প কিছুদিন হয়ত আমার ভাল লাগবে । দীর্ঘ মেয়াদী তো নয়ই। আল্লাহ আমাকে দয়া করে দায়ীর গুন দিয়েছেন। আমি আমার ছোট হায়াতকে আমার রবের জন্যে উৎসর্গ করতে চাই। আমার সাবজেক্ট দুইটা কুরআন এবং মানুষ।

আমাকে এই দুইটাকে নিয়ে থাকতে দেয়াতেই কল্যান।

আর আমাকে হুমকি ধমকি দেখিয়ে লাভ নাই। অযথা হুমকী দিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনকে জটিল করে তুলবেননা। পরে আমাকে বদদোয়া দিলে আমার গায়ে পড়বেনা। যারা নিজেদেরকে একমাত্র ইসলামের কর্তৃপক্ষ মনে করে ভিন্নমতাবলম্বীদের উপর "গীবত ধারনা বুহতান আর হুমকী" নিয়ে ঝাপিয়ে পড়ে আমি তাদেরকে কঠিন প্রত্যুত্তর দিতে আগ্রহী ও অভ্যস্ত।লাগতে এসে ক্ষতিগ্রস্থ হলে আমার দোষ দিতে পারবেননা। আমাকে ঘাটালে আপনার দর্শন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দর্শন মাঠে মারাও যেতে পারে। যে যেখানে আছে কাজ করুন। আমি মাথাটাইপের লোকদের অসংখ্য ঘটনা দেখেছি যা আমাকে আতংকিত করেছে। তাই আমি সামাজিক আন্দোলনে আগ্রহী হয়েছি।

যে রাজনীতিতে একে অপরকে নিয়ে পলিটিকস করতে হয় সেখানে আমারমত গোবেচারাদের ঠাই চাওয়াই বোকামী।

আমি আমার রবের মহাত্ব প্রচার করতে চাই।

দেশের জন্যে কাজ করতে চাই।

রাজনীতি সম্ভবত আমাকে দিয়ে হচ্ছেনা।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File