ক্ষুধাতুর বঞ্চিত নিপীড়িত বনী আদমকে যাকাত ফিতরা দিয়ে দিন।(রমজান উপহার-৩)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০২ জুলাই, ২০১৪, ০৬:৩৫:৫৩ সকাল
রমজান এর রোযা রাখা কি শুধুই উপোস থাকা? শুধুই আত্বশুদ্ধি? আপনার ক্ষুধার কষ্ট যদি ক্ষুধাতুর বঞ্চিত নিপীড়িত বনী আদমকে উপলব্ধি না করায় বান্দার হক্বকে আদায়ে উৎসাহিত না করে, আপনি যে পৃথিবী নামক দস্তরখানা যেখানে ক্ষুধা নিবারনের জন্যে দস্তরখানাতে সাজিয়ে দিয়েছেন খাদ্যসম্ভার আপনার রব তার কোন শুকরিয়া অনুভুতি আপনার কাছে জাগরিত হয়না! তাহলে এ কেমন সাওম/রোযা আপনার?
আজ আপনি যাকাত ফিতরা দেন রমজানের শেষে যখন এইটাকা দিয়ে রমজানের রোযা রাখার ব্যপারে গরীব দুর্বল মানুষের আর কোন উপকার হওয়ার সম্ভাবনা থাকেনা। তাই রমজানের প্রথমেই যাকাত ফিতরা দিয়ে দিন। লাইন করে যাকাত নয় রাস্তায় হেটে হেটে পাড়া মহল্লায় খুজে খুজে মানবতার প্রেমে উদ্ভূদ্ধ হয়ে যাকাত দিন।
যাকাত আপনার সম্পদকে পবিত্র করে এবং বৃদ্ধি করে। বাংলাদেশকে সোনার বাংলা করতে হলে যাকাত ভিত্তিক সমাজ পরিচালনা অন্যতম জরুরী।
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন