মানুষের সমস্যা সমাধান করাই হোক ইসলামপন্থীদের অন্যতম কাজ। (রমজান উপহার-১)
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ৩০ জুন, ২০১৪, ০৮:৪৯:১১ সকাল
মানুষের সমস্যা সমাধান করাই হোক ইসলামপন্থীদের অন্যতম কাজ। (রমজান উপহার-১)
--------------
কুরআনের কারনে রমজান মাসের সম্মান।কুরআনের কারনে লাইলাতুল কদরের সম্মান।
আসুন "কুরআন বুঝি কুরআন পড়ি- আল কুরআনের সমাজ গড়ি"...
কি পড়বেন কতটুকু পড়বেন কুরআনের কতটুকু অর্থসহ শেষ করবেন? ঠিক করে ফেলুন...
কুরআনের আয়াত মতান্তরে ৬৬৬৬টি। অন্তত এই রমজানে প্রথম ১০ পারা অর্থসহ বা মাঝের ১০ পারা অর্থসহ বা শেষ ১০ পারা অর্থসহ পড়ুন। ব্যাখ্যা পড়ার সময় না পেলেও বিভিন্ন প্যারামিটার ঠিক করে খাতা কলম নিয়ে কুরআন পড়তে বসুন।
প্যারামিটার হতে পারে
আল্লাহর প্রতি ঈমান
কুরআনের আয়নায় বিম্বিত রাসুল সাঃ
কুরআনের দৃষ্টিতে কুরআন
তাকওয়া
সালাত সাওম যাকাত রোযা।
মানুষের হক্ক
অমুসলিমদের সাথে সম্পর্ক।
ইহসান কুরআনী সমাজের প্রান প্রবাহ।
গীবত বুহতান ধারনা
পরামর্শ এহতেসাব
এভাবে আপনার পছন্দনীয় বিষয় গুলো লিষ্ট করে ঐই বিষয়গুলোকে প্রায়োরিটি ধরে কুরআনের পুরো অংশ অর্থসহ পড়তে পারেন।
এভাবে কুরআন থেকে প্রচলিত ধারনা ও আবেগকে একপাশে সরিয়ে কুরআনের মূল নির্যাস বের করে আনার চেষ্টা করুন।
মানুষের সমস্যা সমাধান করাই হোক ইসলামপন্থীদের অন্যতম কাজ।
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition? (সূরা আল কামার, ১৭,৩২,৪০)।
মন্তব্য করতে লগইন করুন