হৃদয়ে দ্রোহ...(রাজশাহীতে আহত রাসেল ভাইয়ের জন্যে উৎসর্গ)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৭ জুন, ২০১৪, ০৮:১১:০১ রাত

চোখ থেকে ঠিকরে বের হয় আগুনের ফুলকি

শেষ করে দিতে চায় সামনের হায়েনার দুলকি

মন জোর বারে বারে ছুয়ে যায় হিমালয় চুড়া

মুষ্টিবদ্ধ হাত যেন করে দেবে জালিমদের গুড়া।

সামনে পড়বে যেই শালার পুত নিশেষ হবে নিমিষে

অন্যায়ের বাড় কমিয়ে দেব শুধু এক বজ্র ঠুঁসিতে

মনে করেছ আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা ?

জেনে রেখ ডান্ডাবেড়ী আমাদের কাছে শুধু কলমি লতা।

কীবোর্ড কলমের নিভে ঝড়বে অগ্ন্যুতপাত

আঘাতের জওয়াব হবে শুধু আঘাত আর আঘাত

রুহের ভয় সব ছিড়ে ফেলে দিয়েছি করে না এখন আর কেহ ভয়

জালিম ! সামনে তোমাদের জন্য শুধু প্রলয় আর প্রলয়।

কে কোথায় আছিস বের হ বের হ জেগে উঠেছে জালিমের মৃত্যু দূত

পালিয়ে যাবে লুইচ্চা বদমাশ এই সব কুকুর বানরের বংশের লোক

রাজপথ অলি গলি ঘরের জানালা দিয়েও শ্লোগান তোল

জেনে রেখ রাত গভীর মানে "এই তো ভোর হল ভোর হল "।

মৃত্যু যাদের গোলাপের পাপড়ি জয় তাদের কদম চুমে

লাথি দিয়ে দে না ফেলে জালিম মসনদ বালির ধুমে

জামাই ভারত নয় রক্ষাকবচ নয় ধর্মনিরপেক্ষতাবাদ।

তন্ত্র মন্ত্রের দিন শেষ জেন "এক আল্লাহ জিন্দাবাদ"।

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235910
১৭ জুন ২০১৪ রাত ০৮:২১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার কাঁন্না গুলো ভেতরে জমাট বাঁধছে

হয়তো বিষ্ফোরিত হবে কোন এক চত্তরে

বেড়িয়ে যাবে শহরের নালায় নালায় বেহিসেবে

আমিও হবো কোন এক বেওয়ারিশ লাশ

পরে থাকবো মিউনিসিপাল্টির ভাঙ্গাচোড়া ট্রাকে

এভাবেই বাড়বে তান্ডব কারিতের লাশের স্তোপ...

তুমি তোমরা মুখ ঘোমড়া করে বসে থাকো

মিথ্যার বেসাতি শুনতে দালাল টিভির স্ক্রিনে।

ভালো লাগলো অনেক ধন্যবাদ।
১৭ জুন ২০১৪ রাত ০৮:২৮
182414
লোকমান বিন ইউসুপ লিখেছেন : পংক্তিগুলো যদি আপনার হয় তবে আরো লিখতে থাকুন। মনে অনেক জোশ।
235925
১৭ জুন ২০১৪ রাত ০৮:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছু মানুষের জন্য ক্ষমা কখনই প্রযোজ্য নয়। আওয়ামি লিগার রা সেই জাতের।
237294
২১ জুন ২০১৪ রাত ০৮:২২
পুস্পিতা লিখেছেন : শোককে শক্তিতে পরিণত করার আহবান মাঝে মাঝে রাজনৈতিক নেতারা দিয়ে থাকেন যা পেপারে দেখি। তবে বাস্তবে সেটি শিবিরই প্রেক্টিস করে বলে মনে হয়। অনেক রক্ত তাদের ঝড়ছে কিন্তু তা যেন তাদের আরো শক্তি বয়ে নিয়ে আসছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File