সংগঠনপ্রভাবাধীন ফ্যামিলি মেম্বারদের মানউন্নয়ন কম হওয়ার কারন।

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৫ জুন, ২০১৪, ০৮:১১:৪৪ সকাল

সংগঠনপ্রভাবাধীন ফ্যামিলি মেম্বারদের মানউন্নয়ন কম হওয়ার কারন ও প্রতিকার।

--------------------------------

দাওয়াতের ময়দানে তিন প্রকার ফ্যামিলি দেখা যায়।

১. বিরোধী ২. বিরোধীও না পক্ষেও না। ৩. পক্ষের।

তিন ক্যাটাগরীর জন্যে দাওয়াত তিন রকম।

কারন:

১.যারা পক্ষের তারা শুধু পজিটিভ বিষয় গুলো নয় ভিতরের অনেক নেগেটিব বিষয়ও জেনে যায়। যে গুলো তাদের প্র্যাকটিসিং ও সংগঠন করার ক্ষেত্রে বাধা হয়ে দাড়ায়।

২.সবসময় ইসলামের কথা শুনার কারনে মাঝে মাঝে নিরানন্দতা ভর করা অস্বাভাবিক নয়।

৩. সংগঠনভূক্ত পরিবারের দায়িত্বশীল লোকজন ব্যস্ত থাকাতে পরিবারকে সময় না দিতে পারাও একটা বড় কারন।

৪.অনেক সময় সংগঠনভূক্ত পরিবারের সদস্য অনেক ইন্টারনাল পলিটিকস দেখে ফেলে যা তাদের প্র্যাকটিসিং বিমূখ করে। সংগঠনের প্রতি অনীহা তৈরী করে।

৫.সংগঠনের উর্ধ্বতন দায়িত্বশীলদের বাসায় আনাগোনা থাকার কারনে উপশাখা সভাপতিরা সংগঠনপ্রভাবাধীন ফ্যামিলির লোকজনকে মানউন্নয়ন করতে পারেননা।

৬. রসকসহীন জায়গায় বিনোদন খুজে না পাওয়াতে উৎসাহবোধ করেনা।

৭. সংগঠন প্রভাবাধীন ফ্যামিলির দায়িত্বশীল ব্যক্তি সংগঠনের জন্যে পরিশ্রম দেখে অন্য মেম্বাররা ভয় পেয়ে যায়।

৮. বিরোধীরা সংগঠনভূক্ত ফ্যামিলিকে গোপনে টার্গেট করে।

৯. সংগঠন করে এমন লোক দ্বারা সংগঠনের অন্য লোকদের অন্যায়ভাবে ক্ষতিগ্রস্থ হওয়াও একটা বড় কারন।

সংগঠনভূক্ত ফ্যামিলিগুলো যেহেতু দাওয়াতে পজিটিভ নেগেটিভ প্রভাব রাখে সেহেতু এই জায়গায় কাজ করার জন্যে আলাদা দাওয়াতি উইং দরকার।

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234959
১৫ জুন ২০১৪ সকাল ০৮:১৬
আনসারী১৪ লিখেছেন : ধন্যবাদ।
235018
১৫ জুন ২০১৪ সকাল ১১:৫৫
নূর আল আমিন লিখেছেন : ভাল্লাক্সে অনেক
কিছু জানতে পারলাম
লিখে যান আপনার
মতো
||
240326
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৩৩
অনুরণন লিখেছেন : ৪ আর ৫ বেশি গুরুত্বপূর্ণ
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৪
186462
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপনাকে আর পাওয়া গেলনা।
৩০ জুন ২০১৪ বিকাল ০৫:৩৬
186469
অনুরণন লিখেছেন : কোথায় পাওয়া গেলো না? Happy
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
186470
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আমাদের কর্মে ও পরামর্শে ...ইন্টেলেকচুয়াল গ্রুপে।
০১ জুলাই ২০১৪ সকাল ০৫:২১
186551
অনুরণন লিখেছেন : ইন্টেলেকচুয়াল লোকজন থেকে শত হাত দুরে থাকি Tongue
ছোটখাট কাজের গ্রুপ থাকলে এড্রেস দেন, যোগ দেই।
০১ জুলাই ২০১৪ সকাল ০৮:১৪
186560
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আপাতত কয়েকটা এংগেলে চিন্তা ও কাজ।
১.পাঠচক্র(একটা গ্রুপ হয়ে স্কলারের ভূমিকা রাখার ট্রাই করা।)
২.মেয়েদের জন্যে ডরমিটরী করা) ওফ্যামিলি নেটওয়ার্ক
৩.ক্লাব নেটওয়ার্ক
৪.মিডিয়া ও ফিল্ম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File