৬ টি বিষয়ে অধ্যয়ন ও বই রচনার জন্যে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষন করছি

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১১ জুন, ২০১৪, ০৫:৩০:৩৮ বিকাল

অনলাইন ক্যাচালগুলো থেকে ধারনা নিয়ে

৬ টি বিষয়ে অধ্যয়ন ও বই রচনার জন্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি।

১. অমুসলিমদের সাথে সম্পর্ক ও সদ্ব্যবহার।

২. নারীদের স্বাভাবিক জীবন নিশ্চিত ও নারীদের মাঝে দাওয়াহর পদ্ধতি।

৩. ইহসান, দয়া, ব্যবহার।

৪. ইসলামী নৈতিকতা ও আচার আচরন, সমাজ সংশোধনের পন্থা।

৫. টাইম ম্যানেজমেন্ট

৬. সোশ্যাল সার্ভিস , সামাজিক আন্দোলন, সেবার জন্যে নেতৃত্ব।প্রতিবেশী, মাতা পিতা, সন্তানের, স্বামীর, স্ত্রীর, দুর্বলদের, শিশুদের,এতিমের অধিকার, বোনের অধিকার ভাইয়ের অধিকার , আত্বীয় ও বন্দু বান্ধবদের প্রতি দায়িত্ব জাতীয় পড়ালেখা ও টেক্সট তৈরী।

বিশেষ করে ম্যানার ও সোশাল সার্ভিস এর জন্যে হাদীসগ্রন্থ থেকে হাদীস সংকলন করে গ্রন্থ করা দরকার। একই ভাবে এই বিষয়ে আয়াতগুলো এক করার দরকার।

কুরআন হাদীসের খন্ডিত জ্ঞান এবং বাস্তবতাকে কুরআনের সাথে মিলাতে না পারাও একটি কঠিন সমস্যা মনে করি। পাবলিক ডিলিংসের অভাবের কারনে বাস্তবতার জ্ঞান অর্জন হচ্ছেনা। এই বিষয়গুলোও মাথায় রাখা জরুরী।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233796
১১ জুন ২০১৪ বিকাল ০৫:৪১
দুষ্টু পোলা লিখেছেন :
এই বিষয়গুলোও মাথায় রাখা জরুরী।
233967
১১ জুন ২০১৪ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের বর্তমান অবস্থায় বেশি গবেষনার সুযোগ আছে বলে মনে হচ্ছেনা।
১২ জুন ২০১৪ সকাল ০৬:৪১
180647
লোকমান বিন ইউসুপ লিখেছেন : পড়তে হবে। নাইলে দেশ দল কোনটাই চালানো যাবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File